
তোমার প্রেমের ঝাঁটা আমায় পিটায়-
বিবাহের দামে মুন্ডু কিনে মালকিন
হয়ে কি মহাপ্রতাপ দেখাও প্রেয়সি
অন্য নারীর প্রতি সামান্য দৃষ্টিপাতে?
আমি মোহিত তার প্রতি- হয়ত সে
ফুলের মত বলে, তারারা তাকায়
তার দিকে। চাঁদ মিটি মিটি হাসে
তার সাথে, তা’দেখায় আমার দোষ?
স্বামীরা আঁচলে বাঁধা নিরিহ প্রাণী
তারা স্ত্রীর অনুগতই থাকে তবে
কেউ দৃষ্টি কেড়ে নিলেই অনাসৃষ্টি
শুরু হয়ে জীবন ভাজা ভাজা হয়।
# ছবি: অন্তজাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


