
তুমি হয়ত ভাবছ তোমার আকাশখানা নীল
রোদ ঝলমল দুপুরটারে হয়ত ভালোবাস
খেজুর গাছের দোলনাটাতে বিকাল বেলায় দোলে
জোছনা রাতে চাঁদের সাথে হেসে খানিকক্ষণ
নিশিথ রাতে ঘুমিয়ে থেকে প্রভাত বেলায় জাগ।
তোমায় দেখে যায় না বুঝা দু:খ কিছু আছে
তাদের তুমি তাড়িয়ে দিয়ে সুখে থাকতে চাও
সেই কারণে স্নিগ্ধ তুমি ঝর্ণা ধারার মত
জলের ধারা চলছে ছুটে ক্লান্তি কোথাও নেই
প্রাণ চঞ্চল প্রাণ চঞ্চল মিষ্টি মেয়ে তুমি।
তোমায় নিয়ে কাব্যকথা ছড়িয়ে পড়ে খুব
ফুল কনেরা পাপড়ি ঝরায় ফুল কাননের তলে
তাদের মাঝে গড়িয়ে আমি ঘুমিয়ে পড়ি শেষে
স্বপ্নে দেখি চাঁদের কণা হাসছে অফুরান
শান্তিরা সব পাখনা মেলে তখন উড়ে তারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

