
জোছনায় অনেক কথা হচ্ছে তোমার উষ্ণতায়
জমানো আবেগগুলো ডানামেলে উড়ছে
সময় গুলো মৃদু পায়ে হেঁটে চলে যায় অগোচরে
ঘুমগুলো দূর লোকে থেকে বলছে, আজ আমাদের ছু’টি।
তুমি উত্তেজিত হয়ে বললে, চাঁদটা আজ খুব সুন্দর না?
আমি মাথা নেড়ে বললাম, তুমি পাশে বসে থাকলে চাঁদ সুন্দর না হয়ে পারে?
তুমি খিলখিলে হেসে কোলে লুটিয়ে পড়ে বললে, সত্যি বলছি চাঁদটা আজ খুব সুন্দর!
তবে আমার কোলে লুটিয়ে পড়া চাঁদটার মত সুন্দর না নিশ্চয়ই!
জান হাঠাৎ দারুণ ভালো লাগছে!
জানি মনোরমা প্রকৃতির কোলে ভালো লাগার সব আয়োজনের মধ্যে আমরা দু’জন
জোছনা রাতে এক সাথে পাশাপাশি কাছাকাছি বসে আছি আকাশের তলে
তারপর আমাদের ভালোলাগা গুলো ঝর্ণা ধারার মত বয়ে চলছে অবিরাম বহু দূর পথ ধরে।

সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



