
সুন্দরের সমারোহে তুমি এক জন, হে বালিকা
অনন্যা সুন্দরী তুমি ধরনির তলে, যেন কোন
অপ্সরার আগমন ঘটেছে হেথায়, আমি চেয়ে রই
পড়েনা চোখের পলক, বিমুগদ্ধ নয়নে অপার শান্তি!
বিধাতার সৃষ্টি তুমি শান্তির কারণে, ধরে দুটি হাত
পাশে বসে চেয়ে থাকি মুখ পানে। সুখ স্রোত বয়ে চলে-
অনুভবে টের পাই আনন্দ সম্ভার ভাগ্যের চাকায়
ভরকরে চলে এল আমার নিকটে- বিমোহিত আমি।
মৃদু হাস্যে ঠোঁট দু’টি দন্ত সারি আনে গোচরে
সেথায় মুক্তার দল চেয়ে দেখি নান্দনিক সজ্জিত
তার ভিতর থেকে কথামালা বের হয়ে আসে
কান দিয়ে মগজ হয়ে তারা হৃদয়েতে গিয়ে গেঁথে যায়।

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



