
সেস্থান যেন স্বপ্নপুরী যেথায় তুমি থাক
তোমার আবেগ ফুল হয়ে সব সেথায় বিরাজিত
হরেক রঙ্গের পাপড়ী গুলো মিস্টি করে হাসে
হাজার কাব্য তাদের মাঝে মুগ্ধ হয়ে দেখি।
তোমার পরশ এমন কেন হীরা-মতির মত?
জোছনা নিয়ে গায়ে মেখে বাড়ায় নিজের রূপ?
আমি তাতে পাগল হলে দোষটা তবে কিসের?
এটি সেদিন পেয়ে ছিলাম যে দিন তুমি এলে!
বুঝলে কি হে এবার তবে খোঁজ করেছি কেন?
আমি সেথায় কি পেয়েছি হয়ত ভাবনি
কেউ জানে না আমি জানি ধন্য হলাম কত?
তুমি ছিলে আমি ছিলাম এটাই ছিল বেশ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



