ইসরায়েলের ভূমিতে মিচাইল পড়া থেকে বুঝা যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোমে ফুটা আছে। এ ফুটা দিয়েই শত্রুরা ইসরায়েলকে ধ্বংসস্তুপে পরিণত করবে।দুই কোটি ইসরাইলীর দুইশত কোটি শত্রু। তারা মেরে-কেটে কত শেষ করবে? আগে তারা বলেছে গাজার শিশুরা তাদের শত্রু। এখন হয়ত বলবে ইরানের শিশুরা তাদের শত্রু। তাহলে বুড়ো খামেনীকে মেরে তাদের কি লাভ? তারপর সারা বিশ্বের শিশুরা তাদের শত্রুতে পরিণত হবে।কত শিশুকে তারা না খাইয়ে মারবে? সব শিশুর খাবার তারা বন্ধ করতে পারবে কি? নারীরা শিশুদেরকে ইসরাইলী রাক্ষসের গল্প শুনাবে। শিশুরা বড় হয়ে ইসরাইলী রাক্ষস মারার শপথ নিবে। তারা সারা বিশ্বে ইসরাইলী রাক্ষস মেরে বিশ্বকে ইসরাইলী রাক্ষস মুক্ত করবে।
সব মানুষই মরে। খামেনীর মৃত্যু হবে গর্বের। কারণ তিনি রাক্ষসদের কাছে আত্মসমর্পন করেননি। অন্যায়ের কাছে আত্মসমর্পন করেও কি কেউ বেঁচে থাকে? তারচেয়ে অন্যায়ের কাছে আত্মসমর্পন না করে মরে যাওয়া উত্তম। খামেনী সে পথ বেছে নিয়েছেন।
বিশ্বে এখন অনেক মানুষ। তার থেকে কিছু মরে গেলে সমস্যা নাই। কিছু মানুষ মরেও যদি বিশ্ব জঞ্জাল মুক্ত হয় সেটা বিশ্বের জন্য মঙ্গল জনক হবে। বিশ্বের সবাই পরমাণূ অস্ত্র বানাতে পারে। একলা ইরান সেটা বানালে দোষ হবে কেন? হামাস মরেছে এবং মরছে। কিন্তু তারা মাথা উঁচু রাখছে। যারা মাথা নীচু করে তারাও কি বেঁচে থাকে?
আগে আক্রমন করা ঠিক না। তবে হামাসের আক্রমণ ছিল নির্যাতনের প্রতিবাদ। শাসক জাতি হিসাবে ইসরায়েল সবচেয়ে নিকৃষ্ট। তাদের যুদ্ধনীতি কেউ সমর্থন করছে না। তাদের কারণে তাদের বন্ধুরাও নিকৃষ্ট তালিকায় স্থান পাচ্ছে।
প্রতিবাদীকে ছোট করে দেখার সুযোগ নাই। কারণ প্রতিবাদীদের জয়ের ইতিহাস খুব ছোট নয়।ব্লগার ফারমারকে প্রকিবাদীর বিরুদ্ধে উল্টা-পাল্টা কথা বলতে দেখা যায়। প্রতিবাদী মোল্লাদেরকে ফারমার সম্মান করে না। অথচ এরাই আমেরিকা-ইসরায়েলকে পরোয়া করে না।ফারমার নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে যা সমর্থন করে রানু। রানুও এলোমেলো কথা বলে। রানু বিএনপির কমর ভাঙ্গার সংবাদ দেওয়ার পরেই দেখাগেল বিএনপি কোমর সোজা করে দাঁড়িয়ে গেছে। ফারমার ও রানুর অনেক কথায় লজিক থাকে না। তথাপি নিজেদের বিবেচনায় তারা নিজেরাই সেরা। হাসিনার দল নিজেরা নিজেদেরকে ভোট দিয়ে জয়ী করে আনতো।ফারমার ও রানু আবার তাদের পক্ষে অনেক কথা বলে। একই রকম বলেই হয়ত ফারমার ও রানু নিজেরা নিজেদেরকে ভোট দেয়। এরা অপরের দোষ ছাড়া গুন দেখে না।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৫ রাত ১১:৫১