ছোট্ট একটা বাংলাদেশে জাতীয় সংসদের তিনশ আসনের দরকার নাই। আর এমপি হিসাবে নারীদের সমান সুযোগ থাকার দরকার আছে। সেজন্য পুরো বাংলাদেশকে জাতীয় সংসদের একশত আসনে বিভক্ত করে একশ পুরুষ ও একশ নারী সরাসরি ভোটে নির্বাচিত করার প্রস্তাব করছি।পাক-ভারত যুদ্ধে নারীরা সাফল্য দেখিয়েছে। তাই তাদের প্রতিভা কাজে লাগানোর সুযোগ থাকার দরকার আছে।
পুরুষ শাসকরা তো যুদ্ধ বাধিয়ে চলছে। তাদেরকে খুববেশী গুরুত্ব দেওয়া থেকে বিরত থাকাই ভালো। নারীদের থেকেও হয়ত ভালো কোন নেতা জন্মাতে পারে।তাদেরকে দাবায়ে রাখার চিন্তা বাদ দেওয়া দরকার।যে যে কাজ ভালো পারে সে সেকাজ করুক। অযথা কারো প্রতিভা বিনষ্ট করা ঠিক না।
অসম্মান নারীর মনবেদনার কারণ হতে পারে। সে বুঝুক মানব জাতির জন্য সেও গুরুত্বপূর্ণ। তুই মাইয়া মানুষ, এটা তোর কাজ না, পুরুষদেরকে এমন কথা বলা থেকে বিরত থাকতে হবে। নারী প্রাণবন্ত থাকলে তাদের থেকে উন্নত সন্তান পাওয়ার সম্ভবনা থাকবে। নারীর প্রাণবন্ত থাকার জন্য তাকে অবহেলা করা হচ্ছে না এটা তাকে বুঝতে হবে। হাদিসে বলা হয়েছে দ্বীন হচ্ছে নসিহত। নারীর জন্য নসিহত থাকুক এবং প্রতিরোধ বন্ধ হোক। তাকে অবরোধ করা না হোক।
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান পরকালের কল্যাণ। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়।
৬৮। আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ সেজন্য তোমরা মহাশাস্তিতে আক্রান্ত হতে।
৬৯। যুদ্ধে যা লাভ করেছ তা’ বৈধ ও উত্তম বলে ভোগ কর। আর আল্লাহকে ভয় কর, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
* রাসুলের (সা.) কাজে অনুচিত থাকা অসম্ভব নয়। সূতরাং রাসূলের (সা.) দোহাই দিয়ে নারীকে বোতলবন্দ্বী করা ঠিক না।