
সেনা দিয়ে দুর্নীতি ঢাকতে চেয়েছেন জে. এরশাদ, তিনি বিদায় হয়েছেন। মৃত জিয়ার জনপ্রিয়তা দিয়ে দুর্নীতি ঢাকতে চেয়েছে বিএনপি, তারা বিদায় হয়েছে।চেতনা দিয়ে দুর্নীতি ঢাকতে চেয়েছেন শেখ হাসিনা, তিনি বিদায় হয়েছেন। বিএনপি আবার ফিরবে বলে অনেকে মনে করেছেন, ডাকসুর ফলাফলের পর সে বিষয়ে সন্দেহ তৈরী হয়েছে। দুর্নীতির দায়ে শ্রীলংকার সরকার বিদায় হয়েছিল। এবার একই কারণে নেপালের সরকার বিদায় হয়েছে। এদেশের মানুষ রাজাকার ও মৌলবাদ সহ্য করছে, তথাপি দুর্নীতি সহ্য করছে না। সুতরাং রাজাকার ও মৌলবাদ মোকাবেলা করতে হলে সবার আগে দুর্নীতি ছাড়তে হবে।
ডাকসুর ফলাফলে কারচুপির কথা অনেকে বলেন। তাহলে সামনের ডাকসুর মত নির্বাচন সমূহে তারা কারচুপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুক। ডাকসুর ফলাফলে সাবেক প্রধানমন্ত্রীর কথার প্রতিফলন রয়েছে। দেখা যাচ্ছে জাশি তাঁকে পালাতে বাধ্য করেছেন। অন্যরা তাদের সাথে ছিল। নাহিদরা ফ্রন্ট লাইনে থাকলেও তাদের সাফল্যের প্রধান কারণ জাশি। তারমানে অন্যরা মাথা এবং পা, বডিটা জাশি। অন্য সকল প্রতিষ্ঠানে ঢাবির ঘটনা ঘটলে বিষয়টা কিভাবে মূল্যায়ন হবে?
রানু ও সোনাভাই মাদ্রাসা বন্ধ করতে চেয়েছেন, কিন্তু এখন ঢাবি মাদ্রাসা হয়ে গেল। এভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হয়ে গেলে বিষয়টা কেমন হবে? সেজন্য আমি বলেছি বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করা যাবে না।ডাকসুর ঘটনায় মনে হচ্ছে পিআর ছাড়াও জাশির ক্ষমতা লাভ সম্ভব।জামায়াতের লোকেরা আমাকে আগে সেটা বলেছে। তখন তাদের কথা আমার বিশ্বাস হয় নাই। ব্লগার জ্যাকস্মিত জাশির কথা বলায় আমি এ বিষয়ে অনুসন্ধান করি। তখন আমি অনেকের মুখে অনুরূপ কথা শুনতে পাই। জনগণ দুর্নীতির প্রতি এখন বেশী বিরক্ত। বিএনপি দুর্নীতি ছাড়তে পারবে বলে তারা মনে করে না। জাশির মাধ্যমে তারা দুর্নীতি মুক্ত দেশ আশা করছে। জাশি এ ক্ষেত্রে ফেল করলে তারপর বিএনপির সুযোগ আসতে পারে বলে মনে হয়।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



