পর্ব-১
পর্ব-২
আজ দেখি স্টেমিনায় কতোটুকু কুলোয়।
প্রথম পর্বে অভিধান থেকে ১৬টি শব্দ পেয়েছিলাম। ওগুলো থেকে কয়টা শব্দ সম্পর্কে আপনি পরিচিত আগে থেকেই তা এক নজরে দেখে নিন :
তরক্ষু, তর্ক্ষু, তরজা, তরণ, তরপদী, তরফা, তরবারি, তরল, তরসা, তরস্বান, তরস্বী, তরা, তরাজ, তরাজু, তর্জমা, তরঙ্গ
এবার চেষ্টা করুন একেকটা শব্দ দিয়ে বাক্য রচনা করতে
কী, কয়টা পারলেন?
আচ্ছা, চলুন আজকের অধিবেশন শুরু করা যাক। আমার বাম পাশে যথারীতি 'বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান' অপেক্ষমান। এ্যাট র্যানডম আমি অভিধানের পৃষ্ঠা খুলবো।
এসে গেছি মামুজান
এইমাত্র অভিধান খুললাম। পৃষ্ঠা নম্বর বের হলো ১৪২-১৪৩। মনে হচ্ছে পরীক্ষা দিতে বসছি- কয়টা কমন পড়লো, বা পড়লো কিনা এ্যাট অল, সেই ভয়
'ই' বর্ণের শব্দমালা। উল্লেখযোগ্য শব্দমালা :
ইমারত, এমারত
ইমিটেশন
ইয়ত্তা
ইয়াংকি
ইয়ার্কি
ইয়াসমিন, জেসমিন
ইয়ে...
ইরশাল
ইরা
ইরাবতী
ইলচি, ইলচে
ইলা
ইলিমিলি
ইলেক
ইল্লত
ইশশশশশ
ইশতাহার, ইশতেহার, ইস্তাহার
ইশপিশ
ইশারা
ইশাদি
ইষু
ইষ্ট
ইষ্টক
ইষ্টানিষ্ট
ইষ্টাপত্তি
ইষ্টাপূর্ত
ইষ্টি
ইষ্টিক
এবার নিজের ভোকাবিউলারি টেস্ট করুন। যতোগুলো শব্দ জানা আছে তা দিয়ে বাক্য গঠনের চেষ্টা করুন। আর, এর মধ্যে আপনার সবচেয়ে ভালোলাগা শব্দটি/গুলো কোন্টি, তা হৃদয়ঙ্গম করুন
আমি ততক্ষণে ডিনার করে আসি- নিচে বউ ডাকছে বহুক্ষণ হলো
উপরের ২৮টা শব্দের মধ্যে আমার অপরিচিত শব্দগুলো হলো :
ইরশাল : খাজনার চালান; খাজনা; কর ('তুমি যে রাজার লোক চাহ ইরশাল) (আরবী শব্দ)
ইরা : পৃথিবী (ইন্দিবর নয়নী ইঙ্গিতে ইচ্ছ ইরা); বাণী; জল; অন্ন; সুরা।
ইরাবতী : পাঞ্জাবের অন্তর্গত রাবী নদী; ব্রহ্মদেশের নদী বিশেষ।
ইলচি, ইলচে : চিংড়ি মাছ; অধম; নিকৃষ্ট; দূত; রাজদূত।
ইলা : পৃথিবী; ধেনু: বাণী: জল; পানি।
ইলিমিলি
ইলেক : টাকা গণ্ডা পাই মণ সের ছটাক প্রভৃতি জ্ঞাপক চিহ্নবিশেষ যা অংকের ডানে বা বামে বসে (যতেক তঙ্কার কড়ি বামে ইলেক দিবে)।
ইল্লত
ইশপিশ
ইশাদি : সাক্ষী। (সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা)। আরবী শব্দ।
ইষু : বাণ; শর; তীর: (শূলদণ্ড ইষু পাশ করে)।
ইষ্ট : কাম্য; বাঞ্ছিত; অভিলষিত (ইষ্টকর্ম); কল্যাণকর (ইষ্ট চিন্তা); পূজিত; উপাস্য (ইষ্টদেবতা); আত্মীয় বা প্রিয় (ইষ্টকুটুম্ব, ইষ্টজন); কল্যাণ; প্রিয়জন।
ইষ্টানিষ্ট : লাভ ও ক্ষতি; উপকার ও অপকার; হিতাহিত।
ইষ্টাপত্তি : অভীষ্টসিদ্ধি; বাঞ্ছিত বস্তু বা বিষয় লাভ।
ইষ্টাপূর্ত : জনহিতকর কাজ; জলাশয় খনন।
ইষ্টি
ইষ্টিকা : ইঁটের গুঁড়া; সুরকি।
এবার আসুন, কিছু বাক্য গঠন করি।
ইরাবতী ইরাকে ঢাকা শহরের বড় বড় ইমারত দেখাইল
আজ বাসায় ইলচেকারি দিয়ে ভাত খাইলাম
গুড রাত্রি
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




