আজ পর্যন্ত খেলার ফলাফলের ভিত্তিতে দলগুলোর অবস্থান নিম্নরূপ :
গ্রুপ এ
উরুগুয়ে খেলা ২ জয় ১ হার ০ ড্র ১ পয়েন্ট ৪
মেক্সিকো খেলা ২ জয় ১ হার ০ ড্র ১ পয়েন্ট ৪
ফ্রান্স খেলা ২ জয় ০ ড্র ১ হার ১ পয়েন্ট ১
সাউথ আফ্রিকা খেলা ২ জয় ০ ড্র ১ হার ১ পয়েন্ট
এই গ্রুপে উরুগুয়ে-মেক্সিকো এবং ফ্রান্স-সাউথ আফ্রিকার খেলা বাকি আছে। উরুগুয়ে-মেক্সিকো খেলা ড্র হলে এ দু দলই পরের রাউন্ডে যাবে। এ ম্যাচের পরাজিত দল, আর সাউথ আফ্রিকা-ফ্রান্সের খেলায় ফ্রান্স বিজয়ী হলে দু দলের পয়েন্ট সমান হবে। কিন্তু গোল ব্যবধানে ফ্রান্স অনেক পিছিয়ে আছে; সাউথ আফ্রিকার অবস্থাও এমনই। সব বিবেচনায় পরের রাউন্ডে উরুগুয়ে আর মেক্সিকো যাবে বলে আমার ধারণা।
গ্রুপ বি
আর্জেন্টিনা খেলা ২ জয় ২ ড্র ০ হার ০ পয়েন্ট ৬
দঃ কোরিয়া খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
গ্রিস খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
নাইজেরিয়া খেলা ২ জয় ০ ড্র ০ হার ০ পয়েন্ট ০
আর্জেন্টিনা-গ্রিসের খেলায় আর্জেন্টিনা জিতলে, দঃ কোরিয়া-নাইজেরিয়ার খেলায় নাইজেরিয়া জিতলে, দঃ কোরিয়া, গ্রিস আর নাইজেরিয়ার পয়েন্ট সমান হবে। গোল ব্যবধানে নাইজেরিয়া সবার পেছনে; এশিয়ার দঃ কোরিয়া নাইজেরিয়াকে হারানো গ্রিসকে পরাজিত করবে বলে আমার ধারণা। পরের রাউন্ডে আর্জেন্টিনার সাথে দঃ কোরিয়াই যাচ্ছে।
গ্রুপ সি
স্লোভেনিয়া খেলা ২ জয় ১ ড্র ১ হার ০ পয়েন্ট ৪
ইউএসএ খেলা ২ জয় ০ ড্র ২ হার ০ পয়েন্ট ২
ইংল্যান্ড খেলা ২ জয় ০ ড্র ২ হার ০ পয়েন্ট ২
আলজেরিয়া খেলা ২ জয় ০ ড্র ১ হার ১ পয়েন্ট ১
ইংল্যান্ড স্লোভেনিয়াকে এবং ইউএসএ আলজেরিয়াকে হারিয়ে ইংল্যান্ড ও ইউএসএ পরের রাউন্ডে যাবে। ২ গোলে পিছিয়ে থেকেও সমতা অর্জন আমেরিকাকে উজ্জীবিত রাখবে পরের ম্যাচে জেতার জন্য।
গ্রুপ ডি
জার্মানি খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
ঘনা খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
সার্বিয়া খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
অস্ট্রেলিয়া খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০
ঘানা এই গ্রুপের দুর্বলতম দল অস্ট্রেলিয়ার কাছে জিতবে, জার্মানির সাথে হারলেও ঘানার পয়েন্ট হবে ৬। সার্বিয়াও অস্ট্রেলিয়াকে হারিয়ে ৬ পয়েন্ট অর্জন করবে। ঘানা ও সার্বিয়ার পয়েন্ট সমান হলে গোল ব্যবধান ভূমিকা নেবে; ঘানা এগিয়ে। আমার ধারণা জার্মানি আর ঘানাই পরের রাউন্ডে যাবে।
গ্রুপ ই
নেদরাল্যান্ড খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
জাপান খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
ক্যামেরুন খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০
ডেনমার্ক খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০
এখনো সবার ২টি করে খেলা বাকি। তবে মনে হচ্ছে নেদারল্যান্ড আর জাপান পরের রাউন্ডে যাবে।
গ্রুপ এফ
প্যারাগুয়ে খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
ইটালি খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
নিউজিল্যান্ড খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
স্লোভাকিয়া খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
এখানেও সবার ২টি করে খেলা বাকি। মনে হচ্ছে ইটালি আর প্যারাগুয়ে পরের রাউন্ডে যাবে।
গ্রুপ জি
ব্রাজিল খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
আইভরি কোস্ট খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
পর্তুগাল খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
উঃ কোরিয়া খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০
ব্রাজিল আর আইভরি কোস্টের জন্য আমার ভোট থাকলো।
গ্রুপ এইচ
চিলি খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
সুইজারল্যান্ড খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
হন্ডুরাস খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০
স্পেন খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০
অঘটন সত্ত্বেও স্পেন শেষ পর্যন্ত পরের রাউন্ডে যাবে, আর যাবে সুইজারল্যান্ড।
২য় রাউন্ডে সম্ভাব্য মুখোমুখি
উরুগুয়ে-দঃ কোরিয়া
ইউএসএ-ঘানা
নেদারল্যান্ড-প্যারাগুয়ে
ব্রাজিল-স্পেন
আর্জেন্টিনা-মেক্সিকো
ইংল্যান্ড-জার্মানি
ইটালি-জাপান
সুইজারল্যান্ড-আইভরি কোস্ট
সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল
উরুগুয়ে-ঘানা
আর্জেন্টিনা-জার্মানি
নেদারল্যান্ড-ব্রাজিল
ইটালি-আইভরি কোস্ট
সম্ভাব্য সেমিফাইনাল
জার্মানি-ঘানা
ব্রাজিল-ইটালি
তাহলে ফাইনালে
ইটালি-জার্মানি
চ্যাম্পিয়ন : জার্মানি