somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও একটা সহজ ধাঁধাঃ ডিস্ট্যান্ট ই-লার্নিং প্রোগ্রাম – উলট-পালট প্রশ্নপত্রের সেটসংখ্যা নির্ণয়

১৩ ই আগস্ট, ২০১২ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতি সম্প্রতি Distant E-learning প্রোগ্রামের আওতায় একটা অনলাইন কোর্স চালু করেছি। প্যাকেজের পাঠ্য বিষয়টি খুব সহজবোধ্য ও আকর্ষণীয়, যেমনঃ ব্লগে এখন কতজন অনলাইন, আর কতজন অফলাইন আছেন, এবং তাঁরা দৈনিক কত ঘণ্টা ঘুমান, ও কত ঘণ্টা ব্লগিং করেন তার হিসাব বের করার সহজ পদ্ধতি। কোর্সের শিক্ষার্থীরা ৬ দিন অনলাইনে অধ্যয়ন করার পর ৭ম দিনে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রশ্নপত্রে ১০০টি অবজেকটিভ টাইপ প্রশ্ন থাকবে। পূর্ণমান ১০০। প্রতি প্রশ্নের মান ১ (এক)। এতে ৫০টি থাকবে MCQ (বহু নির্বাচনী প্রশ্ন), ৩০টি শূন্যস্থান পূরণ, ২০টি সত্য/মিথ্যা নির্ণয়। ১০০টি প্রশ্ন ১০০ মিনিটে উত্তর দিতে হবে। পাশ নম্বর ৮০%।

এবার প্রশ্নপত্রের কিছু বৈশিষ্ট্য মনোযোগ দিয়ে লক্ষ করুন।

প্রতি শিক্ষার্থীর কাছে প্রশ্নপত্রের প্রশ্নগুলো বিক্ষিপ্তভাবে বা এলোমেলো হয়ে দৃশ্যত হবে (Questions will be shuffled for each student), অর্থাৎ, ১ম শিক্ষার্থী যে প্রশ্নটি ১ নং প্রশ্ন হিসাবে পড়বেন, অন্যান্য শিক্ষার্থীর কাছে এটা উলট-পালট হয়ে অন্য নম্বর হিসাবে দেখা যাবে। প্রতি MCQ-তে ৪টি করে অপশন থাকবে। এগুলোও প্রতি সেটে উলট-পালট হয়ে যাবে (Answers will be shuffled in each MCQ)। উদাহরণ দেয়া যাক। মনে করি, সামহোয়্যারইন ব্লগের কয়েকজন ব্লগার এ কোর্সটি করার জন্য রেজিস্ট্রেশন করেছন। প্রশ্নপত্র তৈরি করার সময় ১ নং প্রশ্ন হিসাবে নিচের প্রশ্নটি সেট করা হয়েছে।

১ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
খ। বিয়ে করা।
গ। চাকরি ছেড়ে দেয়া।
ঘ। সবগুলো

পরীক্ষা দেবার সময় প্রশ্নপত্রে প্রশ্নগুলো বিভিন্ন শিক্ষার্থীর কাছে যেভাবে দেখা যাবে এবার তার কিছু নমুনা দেয়া যাক। মনে করি ব্লগার জুন আপুও এ কোর্সের একজন শিক্ষার্থী। তাঁর কাছে এ প্রশ্নটা এরকম দেখা যাবেঃ

৪৮ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
খ। সবগুলো।
গ। বিয়ে করা।
ঘ। চাকরি ছেড়ে দেয়া।

ব্লগার ম্যাভেরিক ভাইয়ের কাছে এ প্রশ্নটা আরেক রকম দেখা যাবেঃ

৫২ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
খ। বিয়ে করা।
গ। সবগুলো।
ঘ। চাকরি ছেড়ে দেয়া।

ব্লগপাতায় কামরুন নাহারের কাছে এটি এরকমঃ

৭০ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
খ। চাকরি ছেড়ে দেয়া।
গ। বিয়ে করা।
ঘ। সবগুলো।

ব্লগার শায়মা বুবু’র কাছেঃ

৭১ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
খ। সবগুলো।
গ। চাকরি ছেড়ে দেয়া।
ঘ। বিয়ে করা।

ব্লগার ভারসাম্য'র প্রশ্নপত্রঃ

৯০ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। বিয়ে করা।
খ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
গ। চাকরি ছেড়ে দেয়া।
ঘ। সবগুলো।

ব্লগার মাহী ফ্লোরার প্রশ্নপত্রঃ

২৬ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। সবগুলো।
খ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
গ। বিয়ে করা।
ঘ। চাকরি ছেড়ে দেয়া।

ব্লগার নস্টালজিক দেখলেন এরকম একটি সেট:

১২ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। সবগুলো।
খ। চাকরি ছেড়ে দেয়া।
গ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
ঘ। বিয়ে করা।

নাজনীন১
৮৭ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
খ। সবগুলো।
গ। চাকরি ছেড়ে দেয়া।
ঘ। বিয়ে করা।

হানিফ রাশেদীনকে দেখি না অনেক অনেক দিন। তাঁর সেটটি এরকমঃ

২৫ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। সবগুলো।
খ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
গ। চাকরি ছেড়ে দেয়া।
ঘ। বিয়ে করা

নীল-দর্পণ
৫৬ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। বিয়ে করা।
খ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
গ। সবগুলো।
ঘ। চাকরি ছেড়ে দেয়া।

জটিল
৭৬ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। বিয়ে করা।
খ। সবগুলো।
গ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
ঘ। চাকরি ছেড়ে দেয়া।

অনাহূত
২৯ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। বিয়ে করা।
খ। সবগুলো।
গ। চাকরি ছেড়ে দেয়া।
ঘ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।

মাহমুদা সোনিয়া
৪৮ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
খ। চাকরি ছেড়ে দেয়া।
গ। সবগুলো।
ঘ। বিয়ে করা।

শাহেদ খান
৮৮ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। সবগুলো।
খ। চাকরি ছেড়ে দেয়া।
গ। বিয়ে করা।
ঘ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।

বড় বিলাই
৯৯ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। সবগুলো।
খ। বিয়ে করা।
গ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
ঘ। চাকরি ছেড়ে দেয়া।

কামরুল হাসান শাহি নামটা ঠিক হয়ে গেলো:)
২৭ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
খ। বিয়ে করা।
গ। সবগুলো।
ঘ। চাকরি ছেড়ে দেয়া।

চেয়ারম্যান০০৭ সাহেব :)
৮৪ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। চাকরি ছেড়ে দেয়া।
খ। সবগুলো।
গ। বিয়ে করা।
ঘ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।

ব্লগার আবিরে রাঙ্গানো এ ব্যাপারটায় খুব উৎসাহিত বোধ করছেন। তাঁর কাছে এ প্রশ্নটা এরকম দেখা যাবেঃ

১৬ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। বিয়ে করা।
খ। চাকরি ছেড়ে দেয়া।
গ। সবগুলো।
ঘ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।

এবার ২ নং প্রশ্নের ব্যাপারে আসি।

২ নং প্রশ্ন। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ক্যাচাল পোস্ট।
খ। রম্য পোস্ট
গ। কৌতুক পোস্ট
ঘ। ১৮+ পোস্ট

২ নং প্রশ্নটি বিভিন্ন শিক্ষার্থীর কাছে যে-নম্বরে দেখা যাবে, নিচে তা খেয়াল করুন।

শহিদুল ইসলাম
প্রশ্ন নং ৯৭। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ক্যাচাল পোস্ট।
খ। রম্য পোস্ট
গ। ১৮+ পোস্ট
ঘ। কৌতুক পোস্ট

আরজুপনি
প্রশ্ন নং ৫৬। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ক্যাচাল পোস্ট।
খ। কৌতুক পোস্ট
গ। রম্য পোস্ট
ঘ। ১৮+ পোস্ট

প্লিওসিন অথবা গ্লসিয়ার
প্রশ্ন নং ৬৫। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ক্যাচাল পোস্ট।
খ। কৌতুক পোস্ট
গ। ১৮+ পোস্ট
ঘ। রম্য পোস্ট

স্বদেশ হাসনাইন
প্রশ্ন নং ৮৬। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ক্যাচাল পোস্ট।
খ। ১৮+ পোস্ট
গ। রম্য পোস্ট
ঘ। কৌতুক পোস্ট

ইশতিয়াক আহমেদ চয়ন
প্রশ্ন নং ৭৫। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ক্যাচাল পোস্ট।
খ। ১৮+ পোস্ট
গ। কৌতুক পোস্ট
ঘ। রম্য পোস্ট

আজমান আন্দালিব
প্রশ্ন নং ২৬। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। কৌতুক পোস্ট
খ। ১৮+ পোস্ট
গ। রম্য পোস্ট
ঘ। ক্যাচাল পোস্ট।

টুকিঝা
প্রশ্ন নং ৬৬। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। রম্য পোস্ট
খ। ক্যাচাল পোস্ট।
গ। কৌতুক পোস্ট
ঘ। ১৮+ পোস্ট

সায়েম মুন
প্রশ্ন নং ৭২। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। রম্য পোস্ট
খ। ক্যাচাল পোস্ট।
গ। ১৮+ পোস্ট
ঘ। কৌতুক পোস্ট

ফারজুল আরেফিন
প্রশ্ন নং ২৩। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। রম্য পোস্ট
খ। কৌতুক পোস্ট
গ। ক্যাচাল পোস্ট।
ঘ। ১৮+ পোস্ট

উম্মে মারিয়াম
প্রশ্ন নং ২৭। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। কৌতুক পোস্ট
খ। ১৮+ পোস্ট
গ। রম্য পোস্ট
ঘ। ক্যাচাল পোস্ট।

আশরাফুল ইসলাম দূর্জয়
প্রশ্ন নং ৪৭। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। রম্য পোস্ট
খ। কৌতুক পোস্ট
গ। ১৮+ পোস্ট
ঘ। ক্যাচাল পোস্ট।

রেজোয়ানা
প্রশ্ন নং ৮৬। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। রম্য পোস্ট
খ। ১৮+ পোস্ট
গ। কৌতুক পোস্ট
ঘ। ক্যাচাল পোস্ট।

রেজওয়ান মাহবুব তানিম
প্রশ্ন নং ১০০। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। রম্য পোস্ট
খ। ১৮+ পোস্ট
গ। ক্যাচাল পোস্ট।
ঘ। কৌতুক পোস্ট

দীপান্বিতা
প্রশ্ন নং ৮৮। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ১৮+ পোস্ট
খ। ক্যাচাল পোস্ট।
গ। রম্য পোস্ট
ঘ। কৌতুক পোস্ট

সাবরিনা সিরাজী তিতির
প্রশ্ন নং ৯৭। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। কৌতুক পোস্ট
খ। রম্য পোস্ট
গ। ক্যাচাল পোস্ট।
ঘ। ১৮+ পোস্ট

ডেভিড
প্রশ্ন নং ৬৯। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। কৌতুক পোস্ট
খ। রম্য পোস্ট
গ। ১৮+ পোস্ট
ঘ। ক্যাচাল পোস্ট।

লাইলী আরজুমান খানম লায়লা
প্রশ্ন নং ৫৭। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। রম্য পোস্ট
খ। ক্যাচাল পোস্ট।
গ। ১৮+ পোস্ট
ঘ। কৌতুক পোস্ট

মুনসী১৬১২
প্রশ্ন নং ২৭। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। কৌতুক পোস্ট
খ। রম্য পোস্ট
গ। ক্যাচাল পোস্ট।
ঘ। ১৮+ পোস্ট

রাতুল_শাহ
প্রশ্ন নং ১২। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। কৌতুক পোস্ট
খ। ১৮+ পোস্ট
গ। রম্য পোস্ট
ঘ। ক্যাচাল পোস্ট।

নিমা
২৪ নং প্রশ্ন। ব্লগিং একটা সংক্রামক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের উপায় হলোঃ
ক। সবগুলো।
খ। বিয়ে করা।
গ। ল্যাপটপ বিক্রি করে দেয়া।
ঘ। চাকরি ছেড়ে দেয়া।

অ(ভদ্র)
প্রশ্ন নং ৯১। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ১৮+ পোস্ট
খ। ক্যাচাল পোস্ট।
গ। রম্য পোস্ট
ঘ। কৌতুক পোস্ট

চাটিকিয়ান রুমান
১৩ নং প্রশ্ন। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ক্যাচাল পোস্ট।
খ। রম্য পোস্ট
গ। কৌতুক পোস্ট
ঘ। ১৮+ পোস্ট

রাহি
প্রশ্ন নং ১৫। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ১৮+ পোস্ট
খ। রম্য পোস্ট
গ। ক্যাচাল পোস্ট।
ঘ। কৌতুক পোস্ট

আলাউদ্দিন আহমেদ সরকার
প্রশ্ন নং ৪৫। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ১৮+ পোস্ট
খ। রম্য পোস্ট
গ। কৌতুক পোস্ট
ঘ। ক্যাচাল পোস্ট।

ফারিয়া
প্রশ্ন নং ৩১। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ১৮+ পোস্ট
খ। কৌতুক পোস্ট
গ। রম্য পোস্ট
ঘ। ক্যাচাল পোস্ট।

নোমান নমি
প্রশ্ন নং ১৩। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ১৮+ পোস্ট
খ। কৌতুক পোস্ট
গ। ক্যাচাল পোস্ট।
ঘ। রম্য পোস্ট

মেহবুবা আপুকে অনেকদিন পর এক ফোঁটা দেখলাম। কেমন আছেন আপু? আপনার সেট এরকমঃ

প্রশ্ন নং ৭৭। সামহোয়্যারইন ব্লগে কোন ক্যাটাগরির পোস্ট সবচেয়ে বেশি উপভোগ্যঃ
ক। ১৮+ পোস্ট
খ। ক্যাচাল পোস্ট।
গ। কৌতুক পোস্ট
ঘ। রম্য পোস্ট

৩ নং প্রশ্নটা ছিল মারাত্মক, ব্লগে ঝড় তোলা ও স্টান্ট সৃষ্টি করাই ছিল যার আসল উদ্দেশ্য।

৩ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
গ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
ঘ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।

ত্রিশোনকু
৮১ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
খ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
গ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
ঘ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।

পান্থ বিহোস
৮১ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
খ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
গ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
ঘ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।

এ.টি.এম.মোস্তফা কামাল
৭৮ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
গ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
ঘ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।

ফারাহ দিবা জামান
৮০ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
গ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
ঘ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।

অক্টোপাস পল
১৬ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
গ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
ঘ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।

ঘুমন্ত আমি
৯ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
গ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
ঘ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।

জীবনানন্দদাশের ছায়া
৩০ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
খ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
গ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
ঘ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।

মতিউর রহমান সাগর
৮৯ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
খ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
গ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
ঘ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।

সুরঞ্জনা
৪৩ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
খ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
গ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
ঘ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।

সুপান্থ সুরাহী
২৩ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
গ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
ঘ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।

মাহবুবুল আজাদ
২৮ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
খ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
গ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
ঘ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।

সকাল রায়
২৯ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
খ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
গ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
ঘ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।

মেঘনা পাড়ের ছেলে
২২ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
খ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
গ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
ঘ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।

তন্ময় ফেরদৌস
৪ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
খ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
গ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
ঘ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।

শিশিরের শব্দ
৪৯ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
খ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
গ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
ঘ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।

শোশমিতা
৫০ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
খ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
গ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
ঘ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।

তিথির অনুভূতি
৫১ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
খ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
গ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
ঘ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।

শিশিরের বিন্দু
৬৮ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
খ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
গ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
ঘ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।

সোমহ্যাপি
১০ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
খ। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
গ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
ঘ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।

জাতির নানা
৯৫ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
গ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
ঘ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।

জালিস মাহমুদ (জ।লিস)
৪১ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
গ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
ঘ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।

শ।মসীর
১৪ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
গ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
ঘ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।

ডট কম
৬৮ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
গ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
ঘ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।

শিপু ভাই
১৩ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
গ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
ঘ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।

নীলঞ্জন
৬ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
গ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।
ঘ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।

মহামহোপাধ্যায়
৯৯ নং প্রশ্ন। আপনার চোখে ২০১২ সালে সাহিত্যে সম্ভাব্য সোনা, রুপা ও ব্রোঞ্জ জয়ী ব্লগার কারা?
ক। চেয়ারম্যান সাহেব, রেজোয়ানা, জুন আপু।
খ। ইশতিয়াক আহমেদ চয়ন, প্লিওসিন অথবা গ্লসিয়ার, কবিশহিদুল।
গ। মাহী ফ্লোরা, স্বদেশ হাসনাইন, ভারসাম্য।
ঘ। মাহমুদা সোনিয়া, আরজুপনি, শায়মা।

****

এতক্ষণ যাঁরা ভাবছিলেন এটা নিছকই নাম উল্লেখ করার একটা ফন্দি, তাঁরা সর্বাংশে সঠিক নন। এবার যাঁরা ধাঁধার নাম শুনে মাথা ঘুরে পড়ে যাবেন, তাঁরা আর নিচে না নামলেও পারেন। তবে, ধাঁধাতে যাঁদের অদম্য উৎসাহ ও দক্ষতা, তাঁরা এ সহজ ধাঁধাটি সমাধান করুন।

আমার দুজন সহযোগী শিক্ষকের সাথে প্রশ্ন ও উত্তর শাফল করার ব্যাপারে আলোচনা করছিলাম। পরীক্ষার হলে পাশের, সামনের, পেছনের বা যে-কোন বেতারে অসুদুপায়ে নকল রোধের জন্য এটি একটি মোক্ষম অস্ত্র। যেমন, সালাম ওর পাশে বসা আলমকে জিজ্ঞাসা করলো, এ্যাই, ১ নং-এর উত্তর কোনটারে? আলম বললোঃ ক। এবার ভাবুন, এ পদ্ধতিতে কি এটা সম্ভব? না।

আমার এক সহযোগীকে বললাম, কোনো টুর্নামেন্টে একটা গ্রুপে ৪টা দল থাকলে সবাই একবার করে পরস্পরের মুখোমুখি হলে লিগ পদ্ধতিতে ঐ গ্রুপে মোট কটি খেলা হবে জানো? সঠিক জবাব দিল সবাইঃ ৬টি। কীভাবে? ওরা এর জবাব দিতে পারলো না। আমি বললাম, ৪-কে ৩ দিয়ে গুণ করো (৪-৩)। গুণফল ১২-কে ২ দিয়ে ভাগ করো, ব্যস, তুমি ৬ পেয়ে যাচ্ছ। এভাবে গ্রুপে ৫টি দল থাকলে খেলা হবে ৫x৪/২=১০টি। ... তাহলে কি তোমাদের কোনো অনুমান আছে, আমরা যে-পদ্ধতির ১০০ প্রশ্নের প্রশ্নপত্র তৈরি করছি তাতে সর্বমোট কত সেট প্রশ্ন হতে পারে? একজন সামান্য দম নিয়ে বললোঃ কোটি কোটি সেট হবে।

আপনাদের কাছে প্রশ্নঃ ঐ সহযোগীর কথানুসারে কত কোটি সেট প্রশ্ন হতে পারে বলে আপনাদের ধারনা?

ফুটনোটঃ
যাঁরা আমার ব্লগে ভ্রমণ করেন, এবং আমার লেখা ভালোবাসেন ও উৎসাহ দিয়ে থাকেন, এমনকি ভালো না বেসেও গঠনমূলক সমালোচনা করে থাকেন, তাঁদের কাছে ঋণ শোধ করার কোনো পদ্ধতি আমার জানা নেই। ধাঁধার অজুহাতে আপনাদের কয়েকজনের নাম উল্লেখ করে তা কিঞ্চিৎ পরিশোধের চেষ্টা করলাম, যদিও এখানে অনেকের নাম বাদ পড়ে গেলো। হায়!

ফুটনোটের ফুটনোটঃ প্রশ্ন নম্বরগুলো লক্ষ করে দেখুন তো, কোনো কিছু মনে হয় কিনা? কিছু ঐতিহাসিক, কিছু ব্যক্তিগত।

শুভ কামনা। এবং সবার প্রতি থাকলো ঈদের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪৫
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাগতম ইরান

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৩

ইরানকে ধন্যবাদ। ইসরায়েলকে দাত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য।

হ্যাঁ, ইরানকে হয়তো এর জন্য মাসুল দেওয়া লাগবে। তবে, কোন দেশ অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপে করবে আর সেদেশ বসে থাকবে এটা কখনোই সুখকর... ...বাকিটুকু পড়ুন

প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৯




আমরা পৃথিবীর একমাত্র জাতী যারা নিজেদের স্বাধীনতার জন্য, নিজস্ব ভাষায় কথা বলার জন্য প্রাণ দিয়েছি। এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা তথা উপজাতীরা সুখে শান্তিতে বসবাস করে। উপমহাদেশের... ...বাকিটুকু পড়ুন

দ্যা লাস্ট ডিফেন্ডারস অফ পলিগ্যামি

লিখেছেন হাসান মাহবুব, ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩০


পুরুষদের ক্ষেত্রে পলিগ্যামি স্বাভাবিক এবং পুরুষরা একাধিক যৌনসঙ্গী ডিজার্ভ করে, এই মতবাদের পক্ষে ইদানিং বেশ শোর উঠেছে। খুবই ভালো একটা প্রস্তাব। পুরুষের না কি ৫০ এও ভরা যৌবন থাকে... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় কাকুর দেশে (ছবি ব্লগ) :#gt

লিখেছেন জুন, ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১৩



অনেক অনেক দিন পর ব্লগ লিখতে বসলাম। গতকাল আমার প্রিয় কাকুর দেশে এসে পৌছালাম। এখন আছি নিউইয়র্কে। এরপরের গন্তব্য ন্যাশভিল তারপর টরেন্টো তারপর সাস্কাচুয়ান, তারপর ইনশাআল্লাহ ঢাকা। এত লম্বা... ...বাকিটুকু পড়ুন

যেরত

লিখেছেন রাসেল রুশো, ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০৬

এবারও তো হবে ইদ তোমাদের ছাড়া
অথচ আমার কানে বাজছে না নসিহত
কীভাবে কোন পথে গেলে নমাজ হবে পরিপাটি
কোন পায়ে বের হলে ফেরেশতা করবে সালাম
আমার নামতার খাতায় লিখে রেখেছি পুরোনো তালিম
দেখে দেখে... ...বাকিটুকু পড়ুন

×