এটা অনেক কঠিন একটা অংক। এটার উত্তর বের করতে যেয়ে ৭জন অংকবিশারদকে একটানা ৮দিন দিনরাত ২৪ ঘণ্টা করে অংক কষাকষি করতে হয়েছে। তবে, এদের গড়পড়তা সাফল্য মাত্র ৯%। মহান অংকবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানি দমুহমা ললিখ এই অংকটি সম্পর্কে বলেন, যে বা যারা এই অংকটির সমাধান বের করতে পারবেন, একমাত্র তারাই আমার যোগ্য উত্তরসূরী হিসাবে পৃথিবীর বুকে নাম লেখাতে পারবেন।
চলুন, অংকটি দেখা যাক
একটা ব্যাট ও একটা বলের মুল্য একত্রে ১ টাকা ১০ পয়সা। ব্যাটের মূল্য বলের মূল্যের থেকে এক টাকা বেশি হলে বলের মুল্য কত? ব্যাটের মূল্যই বা কত?
বিজয়ীদের জন্য পুরস্কার
এক জমকালো অনুষ্ঠানের মাধ্যে বিজ্ঞানী দমুহমা ললিখ সঠিক সমাধানকারীকে ১০০.০০০০০০০০০০০০ টাকার ফ্লেক্সি দেয়ার কথা ঘোষণা করেন (শর্ত প্রযোজ্য)। এই ঘোষণায় খুশির আতিশয্যে হাততালি দিতে যেয়ে উপস্থিত ২৭ ব্যক্তি হাতের তালু ফাটিয়ে ফেলেছেন, যাদের ৪জনের তালুতে ৩টা করে সেলাই দিতে হয়েছে।
পুরস্কারের শর্তাবলি : প্রতি মাসের ১ তারিখে ৫.০০০০০০০০০ টাকা করে ভ্যাট ও ট্যাক্স কর্তন পূর্বক বিজয়ীর সেল নাম্বারে ফ্লেক্সীর অ্যামাউন্ট পৌঁছে দেয়া হবে।
আগের ধাঁধার লিংক :
১। ছবির ধাঁধা - শুধু মেধাবীদের জন্য
২। ব্লগ পরিসংখ্যান সংক্রান্ত রহস্যের ধাঁধা - বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার
৩। কেবল ধাঁধাপাগলাদের জন্য - সবগুলো ধাঁধা এখানে পাওয়া যাবে
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




