যারা মনে করছেন আমি গান গাইছি, তাদের উদ্দেশে সবিনয়ে বলতে চাই, আসলে আমি শুধু সুরটাকে ধরে রাখছি। ইতিমধ্যে ছোটোখাটো একটা পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।
যাই হোক, যারা পোস্টে পদধূলি দিচ্ছেন, তারা সুর না শুনলেও কাব্যপিপাসু হলে কাব্যরস গ্রহণের চেষ্টা করতে পারেন, যদি আদৌ কোনো কবিতার স্বাদ এখানে থেকে থাকে।
ভালো কথা, আমার ছোটো ছেলে আমার সর্বশেষ গান শহরের অলিগলি, যত রাজপথ শুনে মুগ্ধ। শোনানোর পর তাকে গিটারে তুলতে সবিনয়ে অনুরোধ করলে সে কিছুক্ষণ চেষ্টা করেছিল
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গানের লিংক : এই নিরালায় বসো প্রিয়তমা
কথা
এইখানে তুমি বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ ফেরাবে না
এই নিরালায় বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ সরাবে না
তোমার চোখে করবো আমি প্রেমের সাধনা
এ জীবনে কোন সুখ ছিল না
ছিল বুক ভরা যন্ত্রণা
তুমি কাছে এসে দরদিয়া চোখে
মুছে দিলে নিমেষে
আমার বেদনা
এইখানে তুমি বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ ফেরাবে না
এই নিরালায় বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ সরাবে না
তোমার চোখে করবো আমি প্রেমের সাধনা
তোমার ঐ দুটি মায়াময় চোখ
বয়ে নিয়ে যায় আমার এ জীবন
ঐ চোখে যেন পৃথিবীর সুখ
চিরদিন কামনা
আমি কোথাও পাব না
এইখানে তুমি বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ ফেরাবে না
এই নিরালায় বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ সরাবে না
তোমার চোখে করবো আমি প্রেমের সাধনা
২৩ জানুয়ারি ২০২২
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



