কথা ও সুর : খলিল মাহ্মুদ
গানের লিংক : এখানে ক্লিক করুন - সেই তুমি চলে গেছো
প্রতিটা সুর সৃষ্টির পরই একটা অদ্ভুত ভালোলাগায় আচ্ছন্ন হয়ে পড়ি। এবং কিছু কিছু সুর আবার একটানা অনেকদিন গুনগুন করি ও গেয়েও থাকি। এই গানটার ব্যাপারেও তাই ঘটেছিল। আমার বিবেচনায়, আমার সুর করা সেরা সুরগুলোর মধ্যে এটা একটা, লিরিকের ব্যাপারেও তাই বলতে পারি। এটার সুর সৃষ্টির পর, গান তৈরির পর একটানা ৪/৫ দিন এই গানটা যখন-তখন গেয়েছি, এবং একটা ঘটনাও ঘটে গেছে এ গানটার গাওয়ার মধ্য দিয়ে - আমি খেয়াল করে দেখি, সুরের বিষণ্ণতায় আমি নিজেই অনেক বেদনাকাতর ও বিমর্ষ হয়ে পড়ছি, আমার মন হয়ে উঠছে ভারী। আবার কিছু হাস্যকর ব্যাপারও ঘটেছে। গাইতে গাইতে এক পর্যায়ে এটা অ্যাবিউজিং-এর পর্যায়ে চলে গেলো, যখন দেখলাম বাসায় এক ভাতিজা (আমার শ্যালক শফিকের ছেলে হাবিব), যে-কিনা সব সময় আমার বিছানায় পাশে বসে টিভি দেখতে ও গল্প করতে ভালোবাসে, সেও এই গানটা শোনামাত্রই দৌড়ে পালাতে শুরু করলো
যাই হোক, আমি গান গাওয়ার উদ্দেশ্য নিয়ে নয়, শুধু সুরটাকে ধরে রাখার জন্যই গেয়ে থাকি। তাই শিল্পীর কণ্ঠ হিসাবে না, কথা ও সুরটাকে মূল্যায়ন করার জন্য বিনীত অনুরোধ করছি। কোনো একদিন হয়ত প্রতিষ্ঠিত কোনো শিল্পীর কণ্ঠে গানগুলো রিলিজ করা হবে, সেই দিনের জন্য সামনে এগিয়ে যাচ্ছি।
এ গানটা আগেই ইউটিউবে শেয়ার করা হয়েছিল, কিন্তু ব্লগে যে শেয়ার করা হয় নি, তা লক্ষ করি নি। গতকাল আবার নতুন করে গেয়েছি। আমার কণ্ঠ শিল্পীর কণ্ঠ না হলেও, আমি নিজে গেয়েও যে খুব আনন্দ পাচ্ছি, সেটাও আমার জন্য কম কিছু নয়।
সবাই ভালো থাকুন। গানেই থাকুন।
গানের কথা
সেই তুমি চলে গেছ
আবার ফিরবে কিনা
সে কথা আমায় তুমি বলে যাও নি
বলে যাও নি তুমি
সে কথা আমায় তুমি বলে যাও নি
সেই পথ ধরে হাঁটি ফুলবীথিকায়
যেদিকে তাকাই হায় স্মৃতিরা আমাকে কাঁদায়
সারা রাত জেগে থাকি
রাতের আঁধার যেন
করুণ বিষের মতো আমার হৃদয় জুড়ে
সারা রাত বেদনা ছড়ায়
কোথাও রাখি নি লিখে ঠিকানা তোমার
তুমিও যাও নি ফেলে পথের চিহ্ন কোনো
আজো পথে চেয়ে আছি
ভোরের কুয়াশা কেটে
হয়ত হঠাৎ তুমি আবছা ছায়ার মতো
ধীর পায়ে আসছো হেঁটে
০৬ ডিসেম্বর ২০২১
এই গানের আরো কয়েকটি ভার্সন
সেই তুমি চলে গেছো - অডিও ভার্সন-২
সেই তুমি চলে গেছো - অডিও ভার্সন-১, ফটোমিক্স-২
সেই তুমি চলে গেছো - অডিও ভার্সন-১, ফটোমিক্স-১
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



