বাংলা ও হিন্দি গানের সর্বকালের সেরা শিল্পী লতা মঙ্গেশকর আর নেই - ভাবতেই মনটা হুহু করে কেঁদে ওঠে। তার কোন গানটা প্রথম শুনেছিলাম মনে নেই। কিন্তু, 'নিঝুমও সন্ধ্যায় ক্লান্ত পাখিরা', 'প্রেম একবারই এসেছিল জীবনে' গানগুলো মনে হয় আমার জীবনের প্রথম দিকে শোনা গান। প্রিয় গানের তালিকা করলে তার গানের সংখ্যাই শীর্ষে থাকবে। আমার ইউটিউব চ্যানেলেও তার গানের সংখ্যাই সর্বাধিক। যারা শুনতে চান লতা মঙ্গেশকরের প্রিয় গানগুলো, এই লিংকে ক্লিক করে যেতে পারেন সেখানে। আলাদা করেও কিছু গানের লিংক নীচে দেয়া হলো।
লতা মঙ্গেশকরের জন্য শ্রদ্ধাঞ্জলিল। ওপারে শান্তিতে থাকুন, এই সঙ্গীত সম্রাজ্ঞীর জন্য এই প্রার্থনা থাকলো।

১। প্রেম একবারই এসেছিল নীরবে
২। না, মনও লাগে না
৩। না যেও না
৪। যদিও রজনি পোহালো তবুও
৫। তোমাকে শোনাতে এ গান
৬। রঙ্গীলা বাঁশিতে কে ডাকে
৭। তাসভীর তেরি দিল মে
৮। ওরে মনও পাখি
৯। নিঝুমও সন্ধ্যায় পান্থ পাখিরা
১০। না জিয়া লাগে না
১১। ভালো করে তুমি চেয়ে দেখো
১২। প্রিয়তমা, কী লিখি তোমায়
১৩। কেন যে কাঁদাও বারে বারে
১৪। তুমি রবে নীরবে
১৫। সখী ভাবনা কাহারে বলে
১৬। ও মোর ময়না গো
১৭। য়াজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
১৮। বাঁশি কেন গায়
১৯। কেন কিছু কথা বলো না
২০। আষাঢ় শ্রাবণ মানে না তো মন
২১। ও পলাশ, ও শিমুল
২২। ও সাজানা, বারাখা বাহার আয়
২৩। ওগো আর কিছু তো নাই
২৪। আকাশ প্রদীপ জ্বলে
২৫। দূরে আকাশ শামিয়ানা
২৬। ঐ গাছের পাতায় রোদের ঝিকিমিকি






























সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



