যেতে যেতে আজ
সকালেই দেখা যদি হয়
তার হাতে আমি এই ফুলটি দেব
ফুল নিয়ে যদি সে একটু হাসে
তাকে নিয়ে সারাদিন গান লিখবো
এই পথে যেতে যেতে তাকে দেখা যায়
মিটিমিটি হাসে আর আড়চোখে চায়
চোখে চোখ পড়লেই কেঁপে ওঠে বুক
সে আমারে দিল একি ভীষণ অসুখ
একদিন সত্যিই শুধাবো তাকে
ওগো মেয়ে
কাউকে কি ভালোবাসো, বলো আমাকে
কিছু না বলে সে যদি মুচকি হাসে
ভেবে নেব সে আমাকে ভালোবাসে
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গানের ইউটিউব লিংক : যেতে যেতে আজ সকালেই দেখা যদি হয়
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



