আহা শ্যাম পিরিতি আমার অন্তরে
====================
ছোটোবেলায় রেডিওতে একটা সিনেমার গান শুনতাম - ডেগেরও ভিতরে ডাইলে চাইলে মিশাইলি গো সই, সেই মিশান মোরে মিশাইলি, শ্যাম পিরিতি আমার অন্তরে। এটা মানুষের মুখেমুখেও অনেক শুনেছি। আর আমি?
দেখলাম আরো নাম জানা-না-জানা আরো অনেকে গেয়েছেন এ গান। কিন্তু টেলিসামাদের লিপসিঙ ও ইয়ামিন চৌধুরীর কণ্ঠে গানটি যত মধুর ছিল, ফেরদৌস ওয়াহিদ, আগুন, ফকিরর আলমগীর বা অন্য কারো কণ্ঠেই গানটা সেরকম লাগে নি।
কিন্তু সব গানেই কিছু লিরিক কমন থাকলেও সবার কণ্ঠেই বেশ পার্থক্য আছে। আমি কী করলাম - সবগুলো লিরিক কম্বাইন করে একটা সমন্বিত মধ্যপন্থা অবলম্বন করলাম। সুরে সামান্য একটু পরিবর্তন করলাম কয়েকটা বাঁকে (অনেকেই বুঝবেন না এ পরিবর্তনটা)।
কিছু কিছু শব্দ বুঝি নাই - যেমন 'হুতাইলি'!! কী এর অর্থ জানি না।
আসল কথাটাই বলা হলো না। ইউটিউব থেকে বুঝলাম, সারাজীবন আমি এ গানটা ভুল শিরোনামে গেয়েছি - এটা 'ডাইলে চাইলে মিশাইলি' না, এটা আসলে 'ডাইলে চাইলে উতরাইলি' হবে
যাই হোক, এটা সিলেট অঞ্চলের গান। কে লিখেছেন, কে সুর করেছেন, তা জানা নেই বলে জানালেন ফেরদৌস ওয়াহিদ। অতএব, এটা সংগৃহীত বা প্রচলিত গান।
এবার আপনারা এটা শুনতে পারেন।
ইউটিউব লিংক - ডেগেরও ভিতরে ডাইলে চাইলে উতরাইলি গো সই
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



