হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া রোমান্টিক গানগুলোর মধ্যে এ গানটা জনপ্রিয়তা ও শ্রোতাপ্রিয়তার শীর্ষে। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা। সুর করেছিলেন নচিকেতা ঘোষ। এ গানটার সুরও অত্যন্ত মোহনীয় ও চিত্তাকর্ষক, শোনামাত্র হরষে মন আন্দোলিত হয়ে ওঠে। 'মেঘ কালো, আঁধার কালো' এবং 'আমি দূর হতে তোমাকে দেখেছি' গান দুটো আমি প্রথম যেদিন শুনেছি, সে দিনটার কথা মনে আছে। হাইস্কুল জীবনে (১৯৭৯-১৯৮৪), ১৯৭৯ সালে হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি - জানুয়ারি মাসের দিকে আমাদের দোহার থানায়, জয়পাড়া হাইস্কুলের মাঠে ইন্টার-স্কুল স্পোর্টস কম্পিটিশন হচ্ছে। সারাদিন খেলা দেখেছি, বিকাল হয়ে গেছে। আরো কিছু ইভেন্ট বাকি আছে। খেলার ফাঁকে ফাঁকে, ধারভাষ্য বা ঘোষণার ফাঁকে ফাঁকে মাইকে রেকর্ডের গান বাজছে। বিকালের ঐ সময়ে মাইকে এ গানটা বেজে ওঠে - আমি দূর হতে তোমারে দেখেছি, মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। গানটা আমি খুবই মুগ্ধ হয়ে শুনলাম। এর পরেই যে গানটা বাজলো, সেটাই এ পোস্টের শিরোনামের গান - মেঘ কালো, আঁধার কালো। আপনারা তো জানেন, ঐ সময়ে টেপরেকর্ডারও ঘরে ঘরে ছিল না, গান শোনার সবথেকে বড়ো উপায় ছিল বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে, বিশেষ করে বিয়েশাদিতে মাইক বাজানোতে। আজকের তরুণরা হয়ত জানেই না যে, মাইকে শুধু ভাষণ, বক্তৃতাই হয় না, মাইকে গানও বাজানো হয় যাই হোক, মেঘ কালো, আঁধার কালো শুনে আমি আরো বেশি মুগ্ধ হলাম। এরপর এ গানটা যখন যেখানেই মাইকে বেজে উঠতো, আমি কান খাড়া করে গানটা শুনতাম। গানটা শুনতাম, আর আপন মনেই একটা প্রেমিকার চিত্র এঁকে ফেলতাম, যার অবয়ব ঠিক এ গানের কথাগুলোর মতো। সেই মেয়েটাকে ভালোবাসতে বাসতে তার চুলের অরণ্যে হারিয়ে যেতাম।
এটা আমিও গাওয়ার চেষ্টা করলাম।
মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো
যে কালিতে বিনোদিনী হারালো তার কুল
তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল
মেঘ কালো, আঁধার কালো
কাশ যে সাদা, ধেনু সাদা, আর সাদা খেয়ার পাল
সাদা যে ওই স্বপ্নমাখা রাজহংসের পাখা
তার চেয়েও সাদা কন্যা তোমার হাতের শাঁখা
মেঘ কালো, আঁধার কালো
লজ্জা রাঙা, সিঁদুর রাঙা, আর রাঙা কৃষ্ণচূড়া
রাঙা যে গো সাঁঝ আকাশে ওই যে অস্তরাগ
কন্যা, সবার চেয়েও রাঙা তোমার আলতার ওই দাগ
মেঘ কালো, আঁধার কালো
শস্য সবুজ, পাতা সবুজ, আর সবুজ টিয়া পাখি
দূর্বা সবুজ, তার সাথে যে চিরসবুজ বন
সবার চেয়েও সবুজ কন্যা তোমার অবুঝ মন
মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো
মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো
কথা : গৌরী প্রসন্ন মজুমদার
সুর : নচিকেতা ঘোষ
মূল শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
মিউজিক ও কভার : খলিল মাহ্মুদ
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - মেঘ কালো, আঁধার কালো
অথবা ক্লিক করুন নীচের লিংকে।
এবার শুনুন ওস্তাদের কণ্ঠে - মেঘ কালো, আঁধার কালো - হেমন্ত মুখোপাধ্যায়