১৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে সামহোয়্যারইন ব্লগের দু শ'রও বেশি ব্লগারের প্রোফাইল পিকচার নিয়ে বানানো একটা মিউজিক ভিডিও শেয়ার করেছিলাম। যে-সব ব্লগার ঐ সময়ে অ্যাক্টিভ ছিলেন, প্রোফাইল পিকচারগুলো তাদের ছিল।

কয়েকদিন আগে বিশেষ কারণে ঐ পোস্টটা খুঁজছিলাম। মিউজিক ভিডিওটা কী কারণে যেন আগেই ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিলাম। পিসি থেকে ওটা খুঁজে বের করে আবার দেখা শুরু করলাম। দেখতে দেখতে আমি খুবই নস্টালজিক হয়ে পড়লাম। পোস্টের কমেন্টগুলো পড়ে আরো বেশি নস্টালজিক হলাম। বিভিন্ন সময়ে ব্লগারদের প্রোফাইল পিকচার দিয়ে ফান মিউজিক ভিডিও বানিয়ে শেয়ার করেছি ব্লগে। তবে, ঐ ভিডিওটাই (তার আগে এর উপরে কয়েকটা বিজ্ঞাপন দেয়া হয়েছিল
এ ভিডিওর গানটি নেয়া হয়েছে 'ব্যাচেলর' ছবি থেকে। 'ব্যাচেলর' ছবির এ গানটি একটি জনপ্রিয় গান, আমার খুব প্রিয়। আমি অনেক চেষ্টা করেছিলাম ঐ সময়ের সব ব্লগারের ছবি ভিডিওতে যোগ করতে। সবার প্রোফাইল পিকচার পাওয়া গিয়েছিল, ফারাহ দিবা জামান ছাড়া
এখানেই শেষ নয়
ভিডিওটি আজ আবার এ ব্লগে শেয়ার করলাম। ঐ সময়ের ব্লগার, যারা আগের প্রোফাইল পিকচার নিয়ে আগের নিকে, কিংবা পরিবর্তিত নিকনেইম ও অন্য প্রোফাইল পিকচার নিয়ে বর্তমানে ব্লগে আছেন, একঝলক দেখে নিতে পারেন, আগে আপনি কেমন ছিলেন দেখতে
লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
মিডিয়াফায়ার থেকে ২৫ মেগাবাইট সাইজের পুরো গানটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে
তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও, করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি নাই দাঁড়ি তার, নাই কমা
তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি
মনকে ব্যাঁকাত্যাড়া করি
মনের মেঘ তো সরে না
দাঁড় টেনেছি দাঁড়ির সঙ্গে
তীর ভেঙেছি তারই রঙ্গে
কী কী ভঙ্গ নারীর অঙ্গে
যষ্ঠি মধু ধরে না
বর্ষা দেখাও গ্রীষ্ম দেখাও
শীত বসন্ত শরৎ দেখাও
স্বরব্যঞ্জন বর্ণ শেখাও
ওম ছাড়া শীত মরে না
তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও, করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি নাই দাঁড়ি তার, নাই কমা
গীতিকার : কামরুজ্জামান কামু
শিল্পী : সঞ্জীব চৌধুরী
পোস্টটি করেছিলাম আমার ৩ প্রিয় ব্লগারকে :
আশরাফুল ইসলাম দূর্জয় - গানের পাগল
গানচিল - গান তাঁর মগজে, সর্ব শরীরে
সিরাজ সাঁই - গানের ভাণ্ডার তিনি
২য় মিউজিক ভিডিও - সর্বশেষ ব্লগ ডে-তে যারা উপস্থিত ছিলেন।
প্লিজ এখানে ক্লিক করুন।
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
১৫ সেপ্টেম্বর ২০১২-এর পোস্ট : তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও - দুশো'রও বেশি ব্লগারের প্রোফাইল পিকচার নিয়ে একটি ভিডিও গান
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২৪ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




