এই যে বেঁচে আছি, এটা যদি স্বপ্ন হতো! চারদিকে কোলাহল, হানাহানি, সংঘাত, খুন ও ধর্ষণ - ঘুম ভাঙলে যদি দেখা যেত, ওসব ঘটেছে স্বপ্নের ভেতর, বাস্তবটা অফুরন্ত সুন্দর - আর আমার দেশটা যেন স্বর্গপুরী, তাহলে কেমন হতো! যা হবার নয়, তা ভাবাটাই অপরাধ।

কখনো-বা বাস্তবতাকে ভুলে থাকতে আপনাকে সত্যিকার স্বপ্নে ডুব দিতে হবে। তখন হারিয়ে যাবেন এমন এক ঘোরের ভেতর, যেখানে কোনো বেদনা বা দুর্ভাবনা আপনাকে স্পর্শ করতে পারবে না। স্বপ্ন হলো নিরঙ্কুশ নির্দোষ, নিরন্তর সুখময়, পরম সম্ভোগের মতো।
মনে আমার আগুন জ্বলে রে
ও আমার আগুন জ্বলে বুকে
আমার প্রাণসখীরা তবু বলে
আমি নাকি আছি কত সুখে
জনে জনে করে বন্ধু আলাপ-পরিচয়
সবার সাথে ভাব করে সে
আমায় দেখে চোখ ফিরাইয়া লয়
সবার সাথে ভাব করে সে
সবার সাথে ভাব করে সে
আমায় দেখে বন্ধু যে তার চোখ ফিরাইয়া লয়
মন আমার কান্দে রে কান্দে ধুঁকে ধুঁকে
ছলনাতে ভুলে আমি দিলাম তারে মন
এখন দেখি বন্ধুর মনে
আমি নই, অন্য আরেক জন
আমার সাথে ছল করে হায়
আমার সাথে ছল করে হায়
অন্য জনের হাতে বন্ধু হইল সমর্পণ
মন আমার কান্দে রে কান্দে ধুঁকে ধুঁকে
রচনা ও সুর সৃষ্টির তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
নারীকণ্ঠ : সহেলিয়া
(এ আই দ্বারা মূল কণ্ঠকে নারীকণ্ঠে রূপান্তরিত করা হয়েছে)
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
AI : Kits.ai and freepik.com
Audio & Video Making Software : FL Studio and Filmora Wondershare
Image Generation and Audio/Video Making : Khalil Mahmud
সহেলিয়ার কণ্ঠে : প্লিজ এখানে ক্লিক করুন - মনে আমার আগুন জ্বলে রে - সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
মূল কণ্ঠে (আমার কণ্ঠে) : প্লিজ এখানে ক্লিক করুন - মনে আমার আগুন জ্বলে রে - খলিল মাহ্মুদ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
এ গানের উপর পুরোনো পোস্ট
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



