আমার বুকে ছুরি মাইরা তুই মজা লইতেছিস ক্যান?
ও মাইয়া, ক তুই, প্রেম শিখাইয়া প্রেম দিবি না ক্যান?
এখন আমার কষ্ট দেইখা মজা লইতেছিস ক্যান?
প্রেম কইরাছে করিম জহির আবুল নুরু কাকায়
বিয়া কইরা বউয়ের হাতে তিন বেলা ভাত খায়
গলা জড়াইয়া পোলা মাইয়ায় আব্বু কইয়া ডাকে
এসব দেখে বুক ফাইটা যায়
বাঁচে না যে প্রাণ
আমি তো ছিলাম ভবঘুরে ছন্নছাড়া মাতাল
স্বাধীন একটা রাজ্য ছিল, সাঙ্গপাঙ্গ একপাল
তুই এসে সেই রাজ্যটারে কইরা দিলি তছনছ
আমি কান্দি, তুই দূরে বইসা
দাঁত কেলাচ্ছিস ক্যান?
০১ সেপ্টেম্বর ২০২৪
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - ও মাইয়া, ক তুই, প্রেম শিখাইয়া প্রেম দিবি না ক্যান
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৫