ওহো
সুখ বোঝে না,
বোঝে না সে দুঃখ-ব্যথা

সুখ বোঝে না,
বোঝে না সে কষ্ট-ব্যথা
এই মনে কি
ভালোবাসার জন্ম হতো?
এই মনটা নদী কেন?
এই মনেতে জোয়ার-ভাটা
কেন আসে?
মনটা কেন কষ্ট বোঝে?
সুখও খোঁজে?
মনের মতো কাউকে পেলে
মনটা কেন ভালোবাসে?
এই মনটা এমন কেন?
জানে না সে কখন কাকে কষ্ট দিল,
পাঁজরভাঙা ব্যথা দিল।
এই মনটা এমন কেন?
এমন কেন?
এই মনটা পাথর হলে
কার কী এমন ক্ষতি হতো?
কারো কথায় সুখ না হতো,
কষ্ট পেতাম না অন্তত।
এই মনটা পাথর হলে
কিছু কি তোমার ক্ষতি হতো?
কিছু কি তোমার ক্ষতি হতো?
কেন তোমার মন হলো না
আমার মনের মতো খুব সাধারণ?
কেন তুমি সুখ বোঝো না?
কেন বোঝো না
কখন কাঁদে আমার এ মন?
কেন তুমি সুখ বোঝো না?
কেন বোঝো না
কাঁদে কেন আমার এ মন?
কবিতা : মন (২০০৬)
কাব্য : নিঃসঙ্গ সময়ের সুখপাখি (একুশে বইমেলা ২০০৬)
কবিতায় সুরারোপ : ০১ সেপ্টেম্বর ২০২৫
কবিতা রচনা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া
১। অডিও ভার্সন-১।
প্লিজ এখানে ক্লিক করুন। মনটা যদি এমন হতো। সোনারু ও সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। অডিও ভার্সন-২।
প্লিজ এখানে ক্লিক করুন। মনটা যদি এমন হতো। সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৩। অডিও ভার্সন-৩।
প্লিজ এখানে ক্লিক করুন। মনটা যদি এমন হতো। সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৪। অডিও ভার্সন-৪।
প্লিজ এখানে ক্লিক করুন। মনটা যদি এমন হতো। সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৫। অডিও ভার্সন-৫।
প্লিজ এখানে ক্লিক করুন। মনটা যদি এমন হতো। সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



