আজ স্রোতে স্রোতে বেলা বয়ে গেছে,
তারা জ্বলবার আগেই নক্ষত্ররা হাসছে,
অন্ধকারের বুক চিরে এখনো চাঁদ হাসেনি,
আজ জোসনা হবে,
চাঁদ মামার ভোর হবে,
রাতের আকাশ তার পরশা মেলে জাগবে,
এদিক থেকে ওদিক ধূমকেতুরা ছুটবে
জোছনা বিধুর আলোর গালিচা গড়বে
এই স্রোতের বাঁকা নদির বুকে,
আজ স্রোতে স্রোতে জোয়ার হবে
এই ভরা পূর্ণিমার টানে।
আজ গাইতে গাইতে পাখিরা নীড়ে গেছে
ঝিঁঝিঁ পোকারা ব্যস্ত হচ্ছে কর্মজীবনে,
বাতাশের মুহুরমুহ আলোড়ন
দূর গ্রামের ফোঁটা ফহুলের গন্ধ ছড়াচ্ছে।
আকাশের ছন্দমান তারা ফুটেছে
নিহারীকা ছায়াপথ প্রজ্বলিত হচ্ছে
নক্ষত্র গুলো নিশ্চুপ হয়ে চাঁদ মামার প্রহর গুনছে।
জোয়ারে ভেসে উঠেছে এই স্রোতের সন্ধ্যাতে,
প্রকৃতি যেন ব্যস্ত হয়ে পড়েছে।
সবার অপেক্ষা ভাঙবে, উৎকণ্ঠার অবসান হবে
নিথর অন্ধকার আলোকিত হবে
জোছনা রঙে এই নদী মাটি – প্রানী
এই প্রকৃতির প্রতিটি লুটোপুটি খাবে।
আজ যে জোছনা হবে,
চাঁদ মামার ভোর হবে,
ভরা নদীর বাঁকে –সাদা জোছনা গালিচা হবে,
আর আমি হেঁটে চলবো এই জোছনা বিধুর রাতে
ভিজব এই শিতল জোছনা স্নানে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




