আমার কল্পনার শরীরে আঁকা তোমার ছবি
তুমি এক মানচিত্র। আমি অবুঝ কবি
কাব্যের ভাষায় আঁকি তোমার ছবি।
যেখানে, তোমার সীমানা বেয়ে পথ গড়েছি
আর কাঁটাতারের বেড়াজালে জড়িয়েছি
এই হৃদয়ের পেড়েক ঠুকে। ভেবেছি
মজবুত দেয়ালে ছেপে, তোমাকে টাঙিয়ে
রাখবো এই জীবন ছায়াপথে। আর নেব ছিনিয়ে
তোমার সর্ব সার্বভৌমত্বটা মুঠো পুড়ে
এ সম্রাজ্যবাদী হৃদয় আগ্রাসনে- আণাড়ী হয়ে
খেয়ালী এ তোমার স্বাধীনতার ঘরে। আঁকব গড়ে-
এ ছবির কাব্যিক দৃশ্যপটে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




