মুষ্টিমেয় কিছু সন্ত্রাসীর হাতে বন্দী সমগ্রদেশ,
চারপাশে দুর্নীতির আবেশ।
সবকিছু দেখেও,
বেঁচে আছি একটি বৃক্ষের মতো।
বৃক্ষ যেমন অক্সিজেন ও ছায়া দিয়ে
বিনিময়ে পায় ধূলো আর বালি,
তেমনি মেধা আর শ্রম দিয়ে
বিনিময়ে পাই অপমান আর গ্লাণি।
বৃক্ষের মূল যেরকম ধীরেধীরে পানিশূন্য হয়ে যাচ্ছে
তেমনি আমাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে।
মাঝে মাঝে মনে হয় বিবেকহীনের মতো মৃত্যু হবে,
কিন্তু কেন কেন এরকম হবে.......?
আমাদের কি কিছুই করার নেই .........!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



