????????
জনিনা আজ কোথায় আছি কেমন আছি,
শুধু জানি অবোধের মতো বেঁচে আছি।
স্বাধীনতা অর্জনের পর পার হলো ৩০ বছর,
তবুও রচিত হলো না পরাধীনতার কবর।
হবেই বা কেমন করে বল্
দেশের রাজনীতি মানেই ২ টি দ্ল
দুধের মাছি যাদের বল।
যারা ছিল ৭১ এর রাজাকার
পালা বদল হলে ক্ষমতার ,
ওরা উপাধি পাচ্ছে মুক্তিযোদ্ধার ।
ছি : ছি : ...... এ লজ্জা কার
সরকার না জনতার..........?
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



