তোমার চরনধূলা নাই যদি দাও আমারে,
যাবো না মা যাব না আমি স্বর্গ দ্বারে।
তোমাকে দেখার স্বাধ নাই যদি মেটে
তাকাবো না মা তাকাবো না আমি স্বর্গ পানে।
তোমার চরনধূলাতে আমি
খুজে পাই মা স্বর্গের মাটি ।
তোমার চোখেই যেন
আকাঁ আছে স্বর্গের ছবি ।
প্রয়োজন কি আর স্বর্গ দেখার
যদি সুযোগ পাই তোমাকে দেখার ।
প্রয়োজন কি আর স্বর্গে যাওযার
যদি পাই চরনধূলা তোমার ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



