তুমি আমার এক জীবনের একটি আরাধনা ।
তোমার বুকেতেই স্বপ্ন সুখের নীড় আমার
শেষ নি:শ্বাস যায় যেন বুকে তোমার।
এই করি মিনতি বিধাতার কাছে সখি
রাখতে পারি যেন তোমায় চিরসুখী।
কভু যেন ভুলেও না বলি কটু কথা
যা দেবে তোমার হৃদয়ে ব্যাথা ।
তুমি আবেগ তুমি অনুভূতি
জীবন চলার পথে তুমি সুখের স্মৃতি।
তুমি আমার জীবনের অমূল্য ধন
তুমি একমাত্র পৃথক ভুবন।
যেখানে তুমি আমাকে সাজাবে নিজের মত করে
যেখানে চলবো আমি তোমার হাত ধরে,
অবুঝ শিশুর মত করবে তুমি কত বায়না
যার অন্তরালে থাকবে ছোট্ট সুখের আয়না।
উৎর্সগ,
৩ ৩ ২ তোমাকে, প্লীজ ফিরে এসো...........
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



