বাংলাদেশে আরো (H1N1) সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে । এই যাবৎ মোট আক্রান্তের সংখ্যা ১৬ জন। বাংলাদেশের মত ঘনবসতিপুর্ন দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার যথেষ্ঠ আশংখ্যা রয়েছে। তবে আশার কথা হচ্ছে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন আইইডিসিআর । আর সৌদি আরবের সর্বশেষ আপডেট ৬২ জন আক্রান্ত।এর মধ্যে বেশিরভাগই রাজধানী শহর রিয়াদে।ইতিমধ্যেও অনেকেই সুস্থ হয়ে ফিরে এসেছেন।
তাই আতংকিত হওয়ার কোন কারন নেই । সবার মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে । ইতিমধ্যেই সর্দি, কাশি ও গলাব্যাথাসহ জ্বর হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে (আইইডিসিআর)।
আমি এর আগের পোস্টে এই পরামর্শগুলো নিয়ে লিখেছিলাম । সবার জন্য আবারো লিখে দিলাম ।
১) হাচি-কাশি দেওয়ার সময় নাক,মুখ রুমাল অথবা টিস্যু দিয়ে ঢেকে রাখুন।
২) ব্যবহৃত টিস্যু পেপার যথাস্থানে ফেলুন (যেমন ঢাকনাযুক্ত ডাষ্টবিন)।
৩) নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে(বিশেষ করে খাওয়ার পুর্বে) ।
৪) ফ্লুয়ের লক্ষন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
৫) আপনার যদি ফ্লুয়ের লক্ষন মনে হয় অথবা কারো এমন লক্ষন দেখেন তাহলে একজন আরেক জন থেকে ১ মিটার দুরে থাকুন।
৬) আপনি ফ্লু-আক্রান্ত হলে কর্মক্ষেত্র, স্কুল অথবা মানুষের ভিড়ে থাকবেন না।
৭) আপনি ফ্লু-আক্রান্ত হলে শুভেচ্ছা বিনিময়ে কোলাকুলি কিংবা হ্যান্ডশ্যাক করবেন না ।
৮) অপরিচ্ছন্ন হাতে চোখ, নাক, মুখে স্পর্শ করবেন না ।
সবাই সুস্থ থাকুন, সোয়াইন ফ্লু মুক্ত থাকুন। আতংকিত হওয়ার কোন কারন নেই।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




