somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ কি নিরাকার ? ও সর্বত্র বিরাজমান ??

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শায়খ মুফতী মোহাম্মদ আবদুর রউফ সালাফী


মাসিক মদীনা, সম্পাদক মহিউদ্দীন খান, মদীনা ভবন ৩৮/২, বাংলা বাজার, ঢাকা, বাংলাদেশ পরিচিত । হয়তোবা পত্রিকাটির নাম মদীনা দেয়ার উদ্দেশ্য হবে পত্রিকাটি মদীনাতুর রাসুল [সা:]-এর আদর্শে রচিত, প্রচারিত ও প্রতিষ্ঠিত । আর তা যদি না হয়, তাহলে মদীনা নামে প্রত্রিকাটির নামকরণ মদীনা ভক্তদিগকে প্রভাবিত ও প্রতারিত করা ছাড়া আর কিছু না ।



ভবনের নাম মদীনা রাখার উদ্দেশ্য হওয়া উচিৎ ছিল বাড়ীর অদিবাসীগণ হবেন মদীনার আদর্শের অনুসারী । যদি তা না হয়, তাহলে স্পষ্ট বুঝতে হবে মদীনার নাম ব্যবহার করে মদীনার ভক্তবৃন্দকে প্রতারিত করে দুনিয়ার অর্থ-স্বার্থ হাসিল করা । ১৯৯৯ আগষ্ট পর্যন্ত বাংলাদেশের মদীনা পত্রিকার বয়স হল ৩৫ বৎসর । কিন্তু সেই ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর হতে পত্রিকাটির কোন সংখ্যায় মদীনার দু’রাকাত ফরজ নামাজের পূর্ণ বিবরণ কেউ পায়নি । মদীনার একটি রোযার বিবরণ পায়নি । আল্লাহ তা’আলা সম্পর্কে মদীনার ইমাম, মদীনা বিশ্ববিদ্যালয়ের ওস্তাদগণ, এবং মদীনার মুহাদ্দিসগণের আকীদাহ ও বিশ্বাস সম্পর্কে কোন প্রবন্ধ চাপা হয়নি । অথচ মদীনার ইকামত, নামাজ প্রভৃতির বিরুদ্ধাচরণ বাংলাবাজারের মদীনা ভবনে ৩৫ বৎসর ধরে চলছে, হয়তোবা ভবিষ্যতেও চলবে । তবুও ভবনের নাম, প্রত্রিকার নাম মদীনাই থাকবে । এ যেন কানা ছেলের নাম পদ্মলোচন ! বাংলাদেশের ঢাকার বাংলা বাজারের মদীনা রাসূল [সা:]-এর সৌদি মদীনার আক্বীদাহ ও বিশ্বাসের উপর হামলা শুরু করেছে । মুসলমানদের আক্বীদাহ ও বিশ্বাসকে যে সকল অমুসলিম ব্যক্তি বা সংগঠন ধ্বংস করার চেষ্টা করেছে তারা সবাই ইসলামের নাম ব্যবহার করে ইসলামের সর্বনাশ করেছে । যেমন ইমদাদুল্লাহ মাক্কী (তাশাওরে শায়েখ), হুসাইন আহমদ মাদানী (হিন্দু-মুসলিম একজাতি) প্রভৃতি । বর্তমানের বাংলা বাজারের মদীনা মুসলমানদের আক্বীদা বিশ্বাস ধ্বংসকারী কোন গোপন মু’তাযেলা সংস্থার বদ-আক্বীদা প্রচার করছে সৌদি আরবের মদীনার নামে । তা যদি না হত তাহলে রাসূলের [সা:] মদীনার সাথে বাংলা বাজারের মদীনার সংঘাত কেন ? বাংলা বাজারের মদীনার ৩৫ বর্ষ ৫ম সংখ্যা আগষ্ট ১৯৯৯ সংখ্যার ৫১ নং পৃষ্ঠা ৪৪নং প্রশ্নোত্তর লক্ষণীয় । প্রশ্নটি মুহাম্মদ মতিউর রহমান সৌদি আরব থেকে পাঠিয়েছেন ।



প্রশ্ন: “আমরা এতদিন বিশ্বাস করে আসছি যে, আল্লাহ তা’আলা নিরাকার এবং তিনি সর্বত্র বিরাজমান । আমাদের এই বিশ্বাসকে কেন্দ্র করে এখানকার ইসলমী সেন্টারের একজন মাওলানা (বাংলাদেশী) তার সাপ্তাহিক হালকায়ে ওয়াজে বলেছেন যে, আল্লাহ ত’আলা নিরাকার নন এবং তিনি সর্বত্র বিরাজমান নন । অর্থাৎ আল্লাহর হাত-পা, চোখ ইত্যাদি সবই আছে । মাওলানা সাহেব এও বলেন যে, যার মধ্যে এই বিশ্বাস নাই তিনি মুসলমান বা ঈমানদার নন । এই নিয়ে এখানকার বাংগালীদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে । আশা করি কুরআন ও হাদীসের আলোকে আপনার অভিমত জানিয়ে সুখী করবেন”। বাংলা বাজারের মদীনা উক্ত প্রশ্নের উত্তর দিয়েছেন এই-



উত্তর: “ যে ব্যক্তি এ ধরনের কথা বলেছেন, সে হয় অকাট মূর্খ না হয় বিকৃত মস্তিষ্ক । কোন গোমরাহ ফেরকার গোপন এজেন্ট হওয়াও বিচিত্র নয় । আল্লাহ তা’আলা নিরাকার । তিনি সর্বত্র সবকিছুতে বিরাজমান । তার ক্ষমতা সর্বব্যাপী । পবিত্র কুরআনের আয়াতে এবং হাদীস শরীফেও আল্লাহ ত’আলার পরিচয় এভাবেই দেয়া হয়েছে । সুতরাং এ ব্যক্তির প্রলাপে কান দিবেন না ।’’ মহিউদ্দীন সাহেব উত্তরে যে কতাগুলি বলেছেন, তা হল এই যে, যারা বলবেন আল্লাহ সাকার, তাঁর হাত আছে , পা আছে, চোখ আছে, তিনি সর্বত্র বিরাজমান নন তিনি-



১.আকাট মূর্খ,

২. না হয় বিকৃত মস্তিষ্ক,

৩. না হয় কোন গোমরাহ ফেরকার গোপন এজেন্ট ।



উল্টো আমরা দেখছি, মহিউদ্দীন সাহেব নিজেই আকাট মূর্খ ও বিকৃত মস্তিষ্ক । কারণ বিকৃত মস্তিষ্ক লোক ছাড়া সুস্থ ও সঠিক জ্ঞানের অধিকারী কোন মানুষ একজন আলেমকে অকাট মূর্খ ও বিকৃত মস্তিস্ক বলতে পারে না । কারণ পাগল চাড়া ভাল মানুষকে কেউ পাগল বলে না । আর তার মূর্খতার পরিচয় হলো রাসুল [সা:] বলেছেন, আল্লাহর আকার আছে, মেশকাত হা: ৩৫২৫, হয় পৃ: ১০৪৬, বইরুত; আলমাকতাবুল ইসলামী, আরবী । হাদীসটি মুত্তাফাক্ব আলাইহি (বুখারী ও মুসলিম) । আমাদের দেশে হাদীসের শিক্ষাগুরু হয় এই মেশকাত হতে । মহিউদ্দীন খান সাহেব এতোই মূর্খ যে, আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করার এই অপরিহার্য হাদসীটির জ্ঞানও তার নেই । আল্লাহ তাঁর হাতের কথা বলেছেন সূরা আল-ইমরান ৭৩, মায়েদা ৬৪, ফাতাহ ১০, যুমার ৬৭, আল হাদীদ ২৯, আল-ইমরান ২৬, আল-মুমেনুন ৮৮, ইয়াসিন ৮৩, মুলুক ১ আয়াতে অথচ তিনি তা জানেন না । সূরায়ে কালামের ৪২নং আয়াতে আল্লাহ তাঁর পায়ের কথা বলেছেন তাও তিনি জানেন না ! আল্লাহ তাঁর চোখের কথা সূরা হুদ ৩৮, মুমিনুন ২৭, তুর ৪৮, কামারের ১৪ নং আয়াতে বর্ণনা করেছেন, অথচ মু্হিউদীন খান সাহেব তা জানেন না ! সত্যই কি জানেন না ?



পাঠক ! মুহিউদীন খান সাহেব পবিত্র আল কুরআনের অনুবাদ করেছেন, সংক্ষিপ্ত তাফসীর ও সম্পাদনাও করেছেন । সূরা আল ইমরান ১৭০ পৃ:, আয়াত ২৬; পৃ: ১৮২, আয়াত ৭৩; ময়েদাহ পৃ:৩৪৩, আয়াত ৬৪; ফাতাহ পৃ: ১২৬৭, আয়াত ১০; হাদীদ পৃ: ১৩৩৯, আয়াত ২৯; মুমিনুন পৃ: ৯২০, আয়াত ৮৮; ইয়াসিন পৃ: ১১৩৮, আয়াত ৮৩; মুলুক পৃ: ১৩৯০, আয়াত ১; সূরায়ে কালাম পৃ: ১৩৯৮; মুমেনুন পৃ: ৯১৫, আয়াত ২৭; তুর পৃ: ১৩০১, আয়াত ৪৮; কামার পৃ: ১৩১৩, আয়াত ১৪, যুমার পৃ: ১১৭২, আয়াত ৬৭; পাঠ করে দেখুন । এই আয়াত সমূহে আল্লাহর হাত, পা, চোখের উল্লখ্য স্বয়ং মুহিউদীন সাহেবের অনুবাদেই পাবেন । সুতরাং মুহিউদীন সাহেব জানেন যে আল্লাহর হাত, পা, চোখ সব আছে । তিনি আনুবাদও করেছেন, কিন্তু মূলত কুরআনের ঐ আয়াতগুলিকে বিশ্বাস করতে পারেন নি । যারা কুরআন বিশ্বাস করেন তারা ঈমানদার, আর যারা বিশ্বাস করেন না তারা অবিশ্বাসী । কুরআনের অনুবাদ করলেই কেউ ঈমানদার হতে পারে না, কারণ অনেক অমুসলিম কুরআনের অনুবাদ, ব্যাখ্যা ও গবেষনা করেও অমুসলিমই থেকেছেন । ইমাম আবু হানিফা [রা:] বলেছেন যে, আল্লাহর হাত আছে, আকার আছে, জীবন আছে যেমন আল্লাহ কুরআনে উল্লেখ্য করেছেন । কুরআনে আল্লাহর যে চেহারা , হাত, প্রভৃতি উল্লেখ্য করা হয়েছে সেগুলো আল্লাহর দেহের বৈশিষ্ট বা গুণাবলী । তবে তার পূর্ণ বিবরণ আমাদের জানা নেই । তোমরা কখনো কেউ বলবেনা যে, আল্লাহর হাত প্রকৃত হাত নয় বরং আল্লাহর হাতের অর্থ (কুদরত) ক্ষমতা ইত্যাদি । কারণ এ ধরণের কথা হল মুতাযেল্লাদের আকীদাহ । জেনে রাখ দেহের যেমন বৈশিষ্ট্য হল হাত, তেমন আল্লাহর হাতও তার দেহের বৈশিষ্ট্য । তবে ঐ হাতের পূর্ণ বিবরণ জানি না । ফিকহুল আকবর ৫৮ ও ৫৯ পৃ: । দারুল কুতুবুল উলমিয়াহ, বইরুত ।



মহিউদীন খান সাহেব ৩৫ বৎসর ধরে মদীনার নামে পত্রিকা চালাচ্ছেন । মদীনা নাম ব্যবহার করার মতলব এবার স্পষ্ট হচ্ছে । মদীনার সম্মান যাদের অন্তরে বদ্ধমূল তাদের অন্তরকে কাফের ও অবিশ্বাসী করে গড়ে তোলার ঘৃনিত উদ্দেশ্য সাধনের চেষ্টায় মদীনা নামটি তিনি ব্যবহার করছেন । মহিউদীন খান সাহেব সৌদি আরবে আবস্হানকারী মাওলানা সাহেবকে বলেছেন, বিকৃত মস্তিষ্ক; বাস্তবে দেখা যাচ্ছে মহিউদীন খান সাহেব নিজেই মস্তিস্ক বিকৃতির খপ্পরে পড়েছেন । সৌদি আরবে অবস্হানকারী মাওলানা সাহেবই ঈমানদার বরং মহিউদীন সাহেবই কুরআনের আয়াতে ঈমানদার নন । তাছাড়া এ কথাও স্পষ্ট হয়েছে যে তিনি মুতাযেল্লা সম্প্রদায়ের গোপন এজেন্ট । তা যদি না হবে তাহলে তিনি মুতাযিলাদের বিশ্বাস ও আকীদাহর ভিত্তিতে জবাব দিবেন কেন ?

মহিউদীন খান সাহেব বলেছেন, ‘’কুরআনের আয়াতে ও বহু হাদীসে আল্লাহ নিরাকার ও তিনি সর্বত্র ও সবকিছুতে বিরাজমান রয়েছেন ।‘’ কিন্তু তিনি একটি আয়াত ও একটি হাদীসের উদৃতিও তিনি দিতে পারেন নি । মূলত তার কথা সম্পূর্ণ মিথ্যা । আল্লাহ নিরাকার এমন কোন আয়াত নেই, এমন কোন সহী হাদীসও নেই । আমরা জানি মহিউদীস খান সাহেব একজন মুকাল্লিদ ( আন্ধ অনুসারী) । আর কোন মুকাল্লিদ কখনোই বড় আলেম হতে পারেন না, হওয়ার প্রয়োজনও নেই । অন্ধের মত অনুসরণই তার কাজ । মুকাল্লিদ দেখবে বাপ দাদারা কি করেছে ? উস্তাদ কি বলেছে ? তাই সে অনুসরণ করবে । দলিল দেখার তার কোন দরকার নেই । আরব বিশ্বের বাইরে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্হান, আফগানিস্হান তুরুস্ক প্রভৃতি দেশের অধিকাংশ আলেমগন মুকাল্লিদ [আন্ধ অনুসারী] । তাই তাদের কুরআন ও হাদীসের জ্ঞান খুবই সামান্য । কিন্তু অহংকার হিমালয় পাহাড়ের ছেয়েও উঁচু । তাছাড়া আমাদের দেশের এই ধরনের আলেমরা সাধারণ মানুষদেরকে তো মানুষই মনে করেন না । তারাইতো মাদ্রাসায় পড়েন, পড়ান একখানা বই, যার নাম নূরুল আনোয়ার, এই বইটি তারা আম জনসাধারণকে উদ্দেশ্য করে বলেছেন যে, ওরাতো চতুষ্পদ জন্তুর মতো [আরাফাত পাবলিকেশন্স- এর নূরুল আনোয়ার বাবুল ইজমা, পৃষ্ঠা নং ১৬৭] । মাওলানা মহিউদীন খান সাহেবও নূরুল আনোয়ারের অনুসারীদের মতো তার পত্রিকায় প্রশ্নকারী সরল প্রাণ মানুষদেরকে বেআক্কেল মনে করে উল্টা-পাল্টা দলিলবিহীন উত্তর দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন । আর আল্লাহর প্রদত্ত ইলম গোপনকারীদের এটাই স্বভাব ।



আমরা অনুরোধ জানাব ইমাম বায়হাকী [রা:] এর সংকলিত কিতাবুল আসমাই আসসিফাত পাঠ করুন ! আল্লাহ সম্পর্কে এই হাদীসের সংকলন সকল ভ্রান্ত বিশ্বাস দূর করতে সক্ষম হবে ইনশাআল্লাহ ।




সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতিপুড়া ঘরে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩০



বাড়ির সামনে লম্বা বাঁধ
তবু চোখের কান্না থামেনি
বালিশ ভেজা নীরব রাত;
ওরা বুঝতেই পারেনি-
মা গো তোমার কথা, মনে পরেছে
এই কাঠফাটা বৈশাখে।

দাবদাহে পুড়ে যাচ্ছে
মা গো এই সময়ের ঘরে
তালপাতার পাখাটাও আজ ভিন্নসুর
খুঁজে পাওয়া যাচ্ছে... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

×