টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত
প্রত্যেকটি মানুষের জন্য
ঈদ মোবারক।
সারা বিশ্বের প্রতিটি মানুষের জন্য
ঈদ মোবারক।
১/১১ এর পরে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারনে আমরা আসলে আশান্বিত অতপর দ্বিধান্বিত।
আমরা কি শুধু আমাদের মাথাপিছু ঋনের হিসাব করেই কাটাবো নাকি, নাকি দেখবো আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের কাতারে।
আমরা জানিনা রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে।
সেই গল্পটা মনে আছে।
এক বার এক রাজা ঘোষনা করলেন তার রানীর জন্য একটা দুধের পুকুর করবেন। দেশের প্রজাদের জানিয়ে দিলেন, সবাই যেন এক কলস করে দুধ এনে পুকুরে ঢালে।
তো প্রজারা সবাই ভাবলো, দেশের সব মানুষ ই তো দুধ দিবে। আমি না হয় এক কলস পানি দেই।
পরদিন সকালে রাজা এসে দেখলেন.. একফোটা দুধ নেই। সারা পুকুর পানিতে থৈ থৈ করছে।
এই ঈদে প্রত্যেকের কাছে আমার আবেদন , রাজনৈতিক পরিস্থিতি যা ই হোক, আসুন আমরা নিশ্চিত করি যে, আমরা কলা খেয়ে কলার ছোলাটা রাস্তায় ফেলবো না।
ব্লগের সবাইকে
ঈদ মোবারক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





