আপনি ছোটবেলায় কোথায় ছিলেন? ছোটবেলা থেকে আপনি সেখানে কি করেছেন? বড় হয়ে?
ছোটবেলায় আপনি স্কুলে যেতেন। লেখাপড়া করতেন। পাড়ায় ঘোড়াফেরা করতেন। অনেক অপরিচিত জায়গাকে চিনতেন। বাবার সাথে সাইকেলে করে শহর ঘোরা।
বন্ধুদের সাথে স্কুলের ক্লাস ফাকি দিয়ে গাছের আম চুরি করে খাওয়া।
টিফিন পালিয়ে বন্ধুর বাড়ীর গাছের ডাব খাওয়া। কত কিছুই না করেছেন।
তারপরে, মাধ্যমিকে স্কুলে একটা নেতা নেতা ভাব নিয়ে চলা।
ক্লাস ১০ম এ পড়ার সময় আমিই স্কুলের বড় ভাই যেইডা কব সেইডাই আইন। আরও কত কি।
বড় হয়ে কাজের জন্য সেই চেনাজানা শহরকে ছাড়তে আপনার ক্যামন লাগে?
মনে পড়ে মিনি চাইনিজে ৩ জন বন্ধু নিয়ে আড্ডা?
মনে পড়ে ৭ নাম্বার ঘাটে যেয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা?
মনে পড়ে রুপসা ব্রীজ এ বন্ধুদের নিয়ে ঘুরন্ত বিকেল?
আপনার সেই চেনাজানা শহর "খুলনা "
হ্যা আমি খুলনার কথা বলছি। আপনি কোথায় আছেন? কিভাবে?
আপনি যদি দেখতে চান খুলনাকে দেখতে পারেন খুবই পরিচিত জায়গাকে।
আমরা সকলে মিলে আপনাদের সামনে তুলে ধরেছি এই খুলনাকে।
আমদের সাথে জয়েন করতে পারেন। অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন।
ধন্যবাদ।
http://www.facebook.com/hellokhulna
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



