খিলগাঁও গভমেন্ট স্কুলে পড়ার সুবাদে আশরাফুলকে অনেক আগে থেকে চিনি । যখন আশরাফুলের জাতীয় দলে আগমন হয় নাই তখনো তাকে যেমন দেখছি এখনো তাকে তেমনই লাগে ।
যারা ম্যাচ ফিক্সিং করে তারাতো টাকার কাছেই বিক্রি হয় । তাইলে ২০০৭ সালে বিশ্বকাপের পর হাবিবুল বাশার এর নেতৃতে যখন সবাই আইসিএল এ গেল তখন আশরাফুল এর মাশরাফিকে কেও ৪ কোটি টাকার লোভনীয় প্রস্তাব দেয়া হয়েছিল ।২০০৭ সালে তাদের ২ জনেরই পারফরমেন্স সেই রকম ছিল ।। তারা চাইলেই বিক্রি হয়ে যেতে পারতো ।
কিছুদিন আগে যখন শ্রীলঙ্কা ট্যুরের প্রাথমিক দলে তার নাম ছিল না তখন আশরাফুল প্রিমিয়ার ক্রিকেট নিয়া বিজি ছিল । পরে যখন তাকে দলে ডাকা হলো তখন আশরাফুল ৩২ লাখ টাকার গাড়ির প্রস্তাব পায়ে ফেলে শ্রীলঙ্কা চলে গেল । এবং শ্রীলঙ্কাতে গিয়া যা করলো তা শুধুই ইতিহাস ।
সেই আশরাফুল নাকি ম্যাচ ফিক্সিং করছে । আশরাফুলের চরম শত্রুও কখনও তার কমিটমেন্ট নিয়া নিয়া প্রশ্ন তুলতে পারে না ।
আশরাফুল ম্যাচ ফিক্সিং করছে এটা মনে হয় ছাগুরা জোকস করে বলছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



