শাহবাগে অবস্থানরত একজন নতুন প্রজন্মের আন্দোলনকারীর সাথে কথা হল কাল রাতে। নতুন প্রজন্মের ব্যনারের এই আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে সারা দেশে। একে একে তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করছে আওয়ামীলীগসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সময়ের পরিক্রমায় আমি কিংবা আপনিও যোগ দিবো তাদের সাথে। তাই আসুন এই আন্দোলনে যোগ দেওয়ার আগে তাদের এই আন্দোলন এবং আন্দোলনকারী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।
১.শাহবাগে কারা আন্দোলন করছে?
উ: নতুন প্রজন্ম।
২.নতুন প্রজন্ম কারা? শিবির?
উ: আরে ভাই ওটা তো জামাত-শিবিরের বিরুদ্ধে আন্দোলন ওখানে শিবির পাবেন কোথায়।
৩.তাহলে নিশ্চয়ই ছাত্রদল?
উ: ধুর মিয়া আপনি দেখছি কোন খবরই রাখেন না। আমাদের দাবীর সাথে ছাত্রদল একাত্মতা ঘোষনা করেনি।
View this link
৪. তাহলে ওরা কারা?
উ: নতুন প্রজন্ম। যারা শুধু বাংলাদেশকে ভালবাসে।
৫.মানলাম শিবির এবং ছাত্রদল বাংলাদেশকে ভালবাসেনা এবং এটা নতুন প্রজন্মের আন্দোলন। তা এই নতুন প্রজন্মেরা নিশ্চয়ই শিবির এবং ছাত্রদল নয়।
উ: হ্যাঁ তা বলতে পারেন।
৬.বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। যেহেতু এটা শিশু এবং পাগলদের কোন আন্দোলন নয় তা আপনি কি নিশ্চিত করতে পারেন ওই আন্দোলনকারীরা নিরপেক্ষ?
উ: তাদের নিজস্ব দল থাকতে পারে তবে এখানে কোন দলীয় ব্যনারে আন্দোলন হচ্ছেনা। এখানে আন্দোলন হচ্ছে সম্মিলিত আন্দোলন।
(পাঠক ছাত্রদল এবং শিবির ছাড়া এই দেশের বাকী দলগুলো কি কি তা নিশ্চয়ই আপনাদের অজানা নয়।)
৭. এই আন্দোলনের উদ্দেশ্যটা যদি একটু বলতেন।
উ: সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী নিয়ে আমরা মাঠে নেমেছি।
৮.ভাল কথা, তা যুদ্ধাপরাধী কি শুধু জামাত আর বিএনপির ভিতর আওয়ামীলীগ কি যুদ্ধাপরাধীমুক্ত দল এবং শেখ হাসিনার বেয়াইকে আপনি কোন চোখে দেখেন?
উ: দেখুন সুপষ্ট অভিযোগ ছাড়া কাউকে অভিযুক্ত করা যায়না। এটা আইনের ব্যাপার। আমরা সকল যুদ্ধাপরাধীদের ফাঁসী চাই সেটা যে দলেরই হোক।
(পাঠক হাসিনার বেয়াই বলার সাথে সাথে এটা আইনের ব্যাপারে চলে গেছে!)
৯. মানলাম আইনের ব্যাপার এটা। তা আইনের মাধ্যমেই তো কাদের মোল্লার যাবতজীবন হয়েছে তাহলে এখানে বির্তক কিসের?
উ: দেখুন আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আমরা রাজাকারদের ফাসীঁ চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই।
১০. যেহেতু আপনাদের দাবী একটাই সকল রাজাকারের ফাঁসী তবে আর ট্রাইব্যুনাল কিংবা আইনের দরকার কি? ধরে ধরে ফাঁসী দিলেই তো সব কিচ্ছা খতম। আর যে ট্রাইব্যুনাল রাজকারের ফাঁসী দেয়না সেই ট্রাইব্যুনাল বাতিল করা দরকার নয় কি?
উ: এতক্ষনে বুঝলাম আপনি একটা ছাগু। এখানে ট্রাইব্যুনাল বাতিলের দাবী করা হচ্ছেনা। সকল যুদ্ধাপরাধীর ফাঁসী দাবী করা হচ্ছে।
ওরা বলছে ওরা নাকি নতুন প্রজন্ম। ওরা ছাত্রদল-বিএনপি কিংবা জামাত-শিবির নয়। তাহলে ওরা কারা? ছাত্রলীগ এবং বামদলগুলো ছাড়া তো এইদেশে তো আর কোন দলের অবস্থান নাই বললে চলে। শাহবাগে গিয়ে তোপের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রির সুভেচ্ছাদূত। নিশ্চয়ই ছাত্রলীগ তাদের নেত্রীর সুভেচ্ছাদূত কে অপমান করার কথা নয়। তবে ওরা কারা? হ্যাঁ ওরা হচ্ছে খাটি বাম। যারা মুজিবের চামড়া তুলে নিবো আমরা স্লোগানে বিশ্বাসী ছিল এবং যাদের কে এই আওয়ামীলীগই ধ্বংস করেছিল। সাধারনভাবে এখন প্রশ্ন হচ্ছে আসলে কী চায় তারা? ওরা সকল রাজাকারের ফাঁসী দাবী করছে এবং সেটা আইনের মাধ্যমে। আবার আইনের মাধ্যমে হওয়া রায় ও মানছেনা। রাজাকারের ফাসীঁর দাবীর আড়ালে তাহলে তাদের উদ্দেশ্য কি?হ্যাঁ তাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে পরিস্থিতি ঘোলাটে করে দেশের ভিতর গৃহযুদ্ধ বাঁধানো এবং সেই সুযোগ নেওয়া। আর এই প্রয়াসে নিজেদের আড়াল করে নতুন প্রজন্মের ব্যনারের এই আন্দোলন যা দিয়ে ওরা একদিকে যেমন ওরা আওয়ামীলীগের মন রক্ষা করে চলছে অপরদিকে পরোক্ষভাবে ট্রাইব্যুনালের রায়কে বিতর্কিত করে শিবিরের আন্দোলনে সহায়ক শক্তি হিসাবে কাজ করছে । যার চুড়ান্ত ফলাফল গৃহযুদ্ধ। আসুন নিজের বুদ্ধি বিবেক দিয়ে তাদের ব্যাপরে সর্তক হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





