ওদের অনেকের বাংলা পছন্দ নয়
বাংলা নাকি পিছিয়ে পড়াদের ভাষা।
বাংলায় নাকি শুধু অগ্রগামীতা,
আটকে থাকে।
'গ্লোবালাইজেশন'এর যুগে
বাংলার জন্য ওরা ঠিক
'কজমোপলিটিক'হতে পারেনা,
কোথায় যেন আটকে যায়।
কেউ কেউ অকাতর চিত্তে
কাউকে বাঙ্গাল বলে গাল দিয়ে বশ,
যেন কত গ্লানিকর এক ভাষা
যেন কত অকৃতিকর।
ওরা বলে ইংরেজ শাষন আর কিছুদিন
থাকলেই ভাল হত
ইংরেজি পাঠ্যসূচিতে
এগিয়ে যেত বাংলাদেশ।
যদি ভেবে দেখা যায়
এরা আসলে কতটা অসহায়।
ওরা যে ,বাংলায় এসব বলে
বাংলায় ওরা ভাবে
বাংলায়ই তো ওরা বাংলাকে গাল দেয়,
বাংলা ছেড়ে বেশি দূর ওরা যায়না।
১৯৫২ এর এক উজ্জল দিনের
তিরিশ মিনিট এর আত্মত্যাগ, কি
অস্বাধারন শক্তিতে এদের জুড়ে দিয়েছে
মাতৃভাষার সাথে।
নাড়ী ছেড়ার হাস্যকর চেস্টা
প্রতিবার শোণিত ঢেলে প্রতিহত করেন
অলক্ষের সালাম,রফিক,জব্বার
তাঁদের অসীম সাহসের অমরতায়।
আজকের দিনে বাংলার চেয়ে বিশ্বায়নের
বড় হাতিয়ার আর নেই,
বিশ্বে মাতৃভাষা রক্ষার যুদ্ধে আজ
বাংলা অনন্য প্রতীক।
বাংলার স্নিগ্ধ মাত্রিছায়ায় কোটি বাঙ্গালি নর নারী
জানায় সালাম ৮ই ফ্লাগুন(২১শে ফেব্রুয়ারী)।।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




