অনেক স্থবিরতা আমায় ক্লান্ত করেছে
স্থবিরতা কেন মানুষকে ক্লান্ত করে তোলে
আজও আমি তা জানিনা
অবিচল এ নিশ্চঞ্চলতা আমার অস্তিত্বকে
আঁকে শুণ্যতার এক অবিকল প্রতিবিম্বে।
শূণ্যতা আমায় ক্ষ্মা কর।
দূরের অধরা মরিচিকা হয়ে ক্লান্ত যখন
সাহারার মরুদ্যান
মরুর উষ্ণ বায়ু তখন অযথা দুলিয়ে দেয়
খেজুরের কিছু শুকনো পাতা।
আমার জীবনে অপেক্ষা শুধু একটু বাতাসের
আর একবার আমার অস্তিত্বের থেকে যাওয়াটা
পরখ করে দেখতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




