যদি সময়টাকে বিক্রি করে , কষ্ট কিনতে পারি
তবে তাই নেব ।আর পথ চলতে
আমার চিৎকার যদি ,মরু পর্যন্ত পৌছে যায়
তবে মরুজুড়ে জ্বালিয়ে দিও স্বাধীনতার সলতে।
এই যদি নীল হয় ,তবে ফিরিয়ে নাও
তোমার আকাশ ,উত্তাল প্রশান্ত
এই যদি প্রেম হয় তবে ফিরিয়ে দাও
আমার বেদনা ,আমি ক্লান্ত,
আমি ক্লান্ত তোমার পৃথিবীর প্রান্তে এসে
একাকিত্বের সাথে দাঁড়িয়ে
নীল হয়ে উঠি একা আমি
আকাশটাকে ছাড়িয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




