স্বগত জানাচ্ছি আওয়ামী লীগকে ।
প্রিয় পাঠক ভাববেন না যেন আমি কোন দল থেকে বলছি । আমি কোন দল করি না, তবে সুশ্বাশনের পক্ষে । আমি জানি আমার সাথে অনেকেই একমত হবেন যে, এই পরির্বতন একান্ত দরকার ছিল। তবে পরির্বতনের জবাব মানুষ এভাবে দিবে তা হয়তো সয়ং প্রধান নেত্রীও ভাবতে পারেনি । যাইহোক আমার শিরোনামহীন শিরোনামে বলতে চাই দেশের মানুষ আজ ঘুমিয়ে নেই তার প্রমাণ ২৯শে ডিসেম্বর। আমি দুই দলকেই বলতে চাই অতীতের ভুল থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিৎ। বি এন পির এই রায় বিরোধিতা না করে, মেনে নেওয়া এবং বিজয়ী দলকে অভিনন্দন দেওয়া উচিৎ এতে তাদের সম্মান বারবে বোই কমবে না । আমরা দেশবাসী আশা করি তিনি তাই করবেন ।
একক সংখ্যাগরিষ্ঠতা মানে এই নয় যে দেশটা এখন তাদের হাতে, আমার মনে হয় না এমনটি ভেবে তারা পুনরায় ভুল করবেন! ।অবশেষে বলতে চাই আমাদের মত সাধারণ জনগনের একটাই আশা দেশ হয়ে উঠুক দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি সুখি সম্বৃদ্দির দেশ ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




