কদিন আগে আমার জন্মদিন গেল। তেমন ভাবে উৎসব
করে দিনটি কখনও পালন করা হয়নি যদিও, কিন্তু পরিবারের
সবাই শুভকামনা জানিয়ে, কখনওবা এটা সেটা উপহার দিয়ে
মনে করিয়ে দিয়েছে যে দিনটি বিশেষ ।
কেন জানিনা এবার হঠাৎ মনে হল, আমার জীবনে এই
দিনটি বিশেষ হওয়ার পেছনে আমার তো কোনও হাত
ছিল না । যদি কারও কোনও অবদান থেকে থাকে তো সে
আমার মা । মাকে ছাড়া একা একা কেউ কি পৃথিবীতে
আসতে পেরেছে ?
এইসব এলোমেলো ভাবতে গিয়ে হঠাৎ মনে এল, আমাকে
জন্ম দিতে গিয়ে যে মা এত কষ্ট স্বীকার করলেন, সেই মা-ই
কেন আমার জন্মদিনে আমাকেই শুভেচ্ছা জানাবেন!
আমি ঠিক করেছি এরপর থেকে আমার জন্মদিনে আমি
আমার মাকে শুভেচ্ছা জানাব, উপহার দেব সাধ্য অনুযায়ি,
আর ধণ্যবাদ জানাব এত কষ্ট করে আমাকে এই পৃথিবীর
আলো দেখাবার জন্য এবং এত ভালবাসা দিয়ে বড় করার
জন্য ।
আমার কাছে, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা ।
ফিওনা
১৪ ফেব্রুয়ারী, ২০০৯
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




