woods are lovely dark and deep
But I have promises to keep
And miles to go before I sleep
And miles to go before I sleep.
-Robert Frost
এতটা দীর্ঘ সময় সুন্দর এই কথাগুলো কেন আজকের মত এত সুন্দর
লাগেনি, ভেবে খুব অবাক লাগছে। সবাই কেমন পর হয়ে গেল দেখতে
দেখতে। আপন খুব কাছের মানুষদের এখন আর আপন মনে হয় না ততটা।
জেনে শুনে চোখ বন্ধ করে সত্যিটাকে না দেখার ভান করে যাওয়াই এখন
বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
রবীন্দ্রনাথের ”১৪০০ সাল ” যখণ পড়ি , তখন কেবলই ইচ্ছে করে
শতবছর পরে আমার সামাণ্য , ত্রুটি ভরা কথাগুলোও কেউ ততটা ভালোবাসা নিয়ে পড়ুক, যতটা আজ আমি অনুভব করছি শতবছর আগের একজনের ভাবনাকে।
কেন যে নারীবাদ , পুরুষবাদের জন্ম হল! সবকিছু ছাপিয়ে মানবতাবাদ কেন উপরে উঠে আসে না?
১০ ফেব্রূয়ারী,২০০৯।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




