প্রচন্ড মাথা ধরে আছে। ওষুধ খেয়েছি কিছুক্ষন আগে। মনে হচ্ছে চোখ দুটি বুঝি কোটর ছেড়ে বেরিয়ে আসবে।
অনেক পড়া বাকি। এক জীবনে কিছুই জানা হলো না।সবার হিসেবে আমি অর্ধেক জীবনও বেঁচে শেষ করতে পারিনি। কিন্তু আমার হিসেব আলাদা। আমি আমার জীবন যেটুকু যাপন করার করে নিয়েছি। এখন প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করছি প্রচন্ড একটা ঝড়ের। যে ঝড় একাকী আমাকে উড়িয়ে নিয়ে ফেলবে এক একান্ত নির্জন গুহায়, যেখানে হয়ত পা পড়েনি কোন সভ্য মানুষের।
অতি কল্পনা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। টিন-এজ এর একা হয়ে পড়ার ভয়টা আবার ফিরে ফিরে আসছে; কতটা আতঙ্ক নিয়ে বলবার নয়। যদি এই আতঙ্কটা কল্পনা হতো !
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




