আচ্ছা ওয়ারিদ কি পুরো কোম্পানি এয়ারটেলের কাছে বেঁচে দিয়েছে নাকি কিছু অংশিদারীত্ব নিজের কাছে রেখেছে? ওয়ারিদের ভাবসাব দেখে তো মনে হচ্ছে পুরোটাই এয়ারটেলের কাছে বেঁচে দিয়েছে।
আচ্ছা ওয়ারিদ মামু আবুধাবি যাবার সময় কি নেটোয়ার্কের বেজ স্টেশন গুলো কান্ধে করে নিয়ে যাচ্ছেন??
যারা ওয়ারিদ ইউজ করেন বেশীর ভাগেরই আমার কথার মর্মার্থ বুঝতে বিন্দু মাত্র সমস্যা হবেনা।
২০-৩০ বার কল করলে লাইন পাওয়া যায় (ভাগ্যক্রমে!!) পরমূহুর্তের আবার দূর্ভাগ্য। ২-৩ সেকেন্ড কথা বলার পরই লাইন ড্রপ। ২-৪ মিনিট যদি কোন নেক্কার বান্দার খাস নজরের উছিলায় কথা বলার সৌভাগ্য অর্জিত হয় তবুও নিজের পাপের উছিলায় অর্ধেক কথা শোনা যায় না অথবা রোবটের মত ভাঙ্গা ভাঙ্গা শোনা যায়।
ফোন করলেই হয় নেটওয়ার্ক ইরোর, নাম্বার বিজি নয়ত নেটওয়ার্ক বিজি। মার্কেটে ঢুকলে নেটওয়ার্ক নাই, ভার্সিটি গেলে নেটওয়ার্ক নাই, নানী বাড়ি গেলে নেটওয়ার্ক নাই। কি আর বলব!!
প্রতিবার কল করার পরই যে ২-৩ সেকেন্ডের মাথায় কল ড্রপ করে এবং ৩০ সেকেন্ডের টাকা কাটে এর ক্ষতিপূরন টা কে দেবে। এটা তো পয়সার ক্ষতি পূরন আরো যে কত ধরনের ক্ষতি হচ্ছে।
অবশেষে একটা ট্র্যাজেডিঃ অবশেষে ঠিক নয় আশা করি ওয়ারিদের উছিলায় ইদানিং হরহামেশাই এই ট্র্যাজেডি ঘটছে। পেপার নিয়ে কাজ করতে ৩ জন ফ্রেন্ড একসাথে ছিলাম। এক ফ্রেন্ড তার গার্ল ফ্রেন্ডের সাথে কথা বলছিল। আমরা আর অতশত খেয়াল করিনি। ফোন শেষে খালি দেখলাম মেসেজ করছে। ১০ মিনিট বাদে ফোন এল। চরম ঝাড়ি। ঝাড়ি মেরেই ফোন কেটে দিল। আমরা তো হা। কথা নাই বার্তা নাই গার্ল ফ্রেন্ড কে এত ঝাড়ি মারলি কেন?? ও বলল যে কথা বলছিলাম ও না বলেই ফোন কেটে দেয়। মেসেজ পাঠালাম তাও এতক্ষন রিপ্লাই নাই। আমরা বললাম অন্য কোন প্রবলেমও তো থাকতে পারে। কিছুক্ষন পর গার্লফ্রেন্ড আবার ফোন করল। কথা শেষে জিগেস করলাম কাহিনী কি?? বন্ধুর মুখ পাংশু। কাহিনী আর কিছুই না, ওয়ারিদ মামু। ফোন ওর জিএফ কেটে দেয় নি, ওয়ারিদ মামুই কেটে দিসে। আর লাইন ড্রপ করার পর ১০ মিনিট যাবৎ ওই মেয়ে ট্রাই করছে বাট লাইন পাচ্ছে না। আর বন্ধু যে মেসেজ পাঠিয়েছে আমরা আশা করছি ভাবী সাহেবা আগামী কাল উহা পাবেন (ভাগ্য ভাল থাকলে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




