বললি,আমায় কখনো আয়োজন করে ফুল দেয়া হয়ে ওঠেনি তোর,
অথচ দেখ প্রকৃতি নিজেই সেই আয়োজন করল কত কত বছর!
সেইযে,এলোমেলো মেঘগুলো মাতাল হয়ে বৃষ্টি হয়ে গিয়েছিল,
বীজ থেকে সূর্যের আহবানে শিশু চারাগাছ উঁকি দিয়েছিল,
শিশু গাছটি বড় হয়ে উঠল এক পৃথিবীর ভালবাসা নিয়ে ,
ধীরে ধীরে বড় হল সে,একটা সোনালি স্বপ্নকে বুকে জড়িয়ে,
নিজের সবটুকু মমতা দিয়ে ফুল ফুটালো একলা কৃষ্ণচূড়াটি
তারপর আরো অপেক্ষা - মেঘ,সূর্য,পৃথিবী,গাছ আর মাটি,
আর আমরাও - ছুটে গিয়েছিলাম সেই গাছটির কাছেই,
একটা বোকা নগরীর ইট পাথরকে পিছনে ফেলে রেখেই,
অতিমানবীয় ব্যস্ততার অতিপ্রাকৃত অভিনয় থেকে পালিয়ে,
বসে পরলাম বৃক্ষের পায়ের কাছে,ধূলো-বালি-কাদা নিয়ে,
ছোট ছোট দুটি শিশু যেন,আর সেই স্বপ্নের রংধনু দেশটা,
নিজেদের শৈশবে ফিরে যাওয়ার কি ভীষণ আকূল চেষ্টা,
অবশেষে , তুই এনে দিলি সেই স্বপ্নফুল আমার জন্য,
সেই অপেক্ষারত কৃষ্ণচূড়া এবং আমার এ্কটি স্বপ্ন।
তারপরও কি তুই বলবি?
আমায় কখনো আয়োজন করে ফুল দেয়া হয়ে ওঠেনি তোর!
আজও ফুলগুলো আমার ফুলদানিতে সাজানো রয়েছেরে ,
সূর্যটা জানালা দিয়ে এসে ছুঁয়ে দিয়ে যায় প্রতিটা ভোরে।
এখনো কি তুই বলবি?
আমায় কখনো আয়োজন করে ফুল দেয়া হয়ে ওঠেনি তোর!
(আমি কবি নই , কিন্তু সামুর বড় বড় মানুষদের মত বড় বড় ভাবনা ভাবার মত বড় হইনি বলেই হয়ত,আমার প্রথম পোস্টটা একটা কবিতা , কতটুকু কবিতা হয়ে উঠেছে জানিনা।
হ্যাপি ব্লগিং (ক্লোজআপহাসি) )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




