যখন যে দল সরকার গঠন করবে তখন সেই দলের এর নামে অথবা সেই দলের গুরুত্ত পূর্ণ কারো নামে দেশের নাম করণ করতে হবে।যেমন ধরুন আওয়ামী লীগ যখন সরকার গঠন করবে তখন দেশের নাম হবে গণ প্রজাতন্ত্রী অফ বঙ্গ বন্ধু (Peoples Replublic of Bongo Bondhu) এবং দেশের রাজধানী হবে গোপালগঞ্জ। আবার ধরুন বি এন পি সরকার গঠন করলে দেশের নাম হবে গণ প্রজাতন্ত্রী অফ জিয়াউর রহমান (Peoples Republic of Zia ur Rahman)এবং দেশের রাজধানী হবে বগুড়া।
আরেক টা কাজ ও করা যায়, যেম্ন ধরুন প্রতিটি অফিসে ২ধরনের ফাইল থাকবে, যখন যে দল আসবে সে দলের সরকার অনুযায়ী ফাইল ইউজ হবে, এতে করে দেশ অনেক টাকা সেইভ করতে পারবে। কিভাবে? আসুন ব্যখ্যা করা যাক , যেম্ণ ধরুন প্রতিবার সরকার বদলের এর পর পুরো দেশ একবার ফকির হই যায় শুধু ফাইল পত্র এবং নাম বদলাতে বদলাতে। আমরা কেন বার বার এত টাকা নষ্ট করবো? যেটা বেশি লাগবে সেটা হল জায়গা, আমার মনে হয় যত টাকা নষ্ট হয় ফাইল পত্র পরিবর্ত্ণ করতে গিয়ে তার কাছে ডাভল ফাইল পত্র রাখার খরচ টা কোন ব্যাপার না।
দেশের বাহিরে ও সবার কাছে আপাতত ২টা করে ফাইল রাখতে হবে, যে সব সংস্থা ইনট্যারনাশাল ভাবে জড়াই আছে সে সব সংস্থার ও ২টা ফাইল থাকবে প্রতিটা দেশে। এতে করে সরকার পরিবর্তন এর সাথে সাথে আগের সব ফাইল পত্র ফেলে দিতে হবে না, যেটা করতে হবে সেটা হল এই ফাইল গুলো ৫বছরের জন্যে তুলে রেখে পুরান ফাইল গুলো অপেন করতে হবে, এতে করে দেশ অনেক টাকা সেইভ করতে পারবে।
অনেক এর মনে একটা প্রশ্ন জাগতে পারে কেন আমি বার বার ২টা দল নিয়ে বলতেছি, উত্তর খুব সোজা কারন আমার মনে হয় এই দুদলের দুর্শাস্ন থেকে আর কোন দিন আমরা বের হতে পারব না, আর বাংলাদেশেও ৩য় কোন দল নাই যাদের কে আমরা সেলেক্ট করতে পারবো।আরও সোজা উত্তর হলঃ আমরা এমন এক জাতি যাদের কে ৫বছর যত কষ্ট দেয়া হউক না কেন তারা সে কষ্ট ভুলে যায় পরবর্তী ৫বছরের দুশাসনের কাছে। তখন আবার ভাবতে থাকে মনে হয় আগের সরকার না বুঝি অনেক ভাল ছিল। তাই আবার পাল্লা ভারী করতে হবে আগের সরকারের। এইভাবে পালাক্রমে চলতেছে……এবং চলবে……

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





