একাত্তর এর যুদ্ধ অপরাধীরা একে বারে হঠাৎ করে হামলে পড়ল। তাও আবার সরকারী দল আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী সাংস্কৃতিক কোন দল বা বাম দল না কোন টাকে তারা চাট করল না। কিন্তু তার হামলা করল অস্ত্রে সজ্জিত, ট্রেনিং প্রাপ্ত পুলিশ বাহিনীর উপর তাও আবার বিনা উস্কানিতে!!!
কিন্তু কেন?
একটি কারণ আমারা সাধারণ বলতে পারি তাদের মূল দল জামাত এর মুল নেতারা যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত তাদের রক্ষা করার জন্য এ হাকলা চালিয়েছে। আসলেকি তাই?
আমি বলব না এটা হতে পড়েনা কারণ যখন তাদের কথিত নেতা দের গ্রেফতার করা হয়েছিল তখন তারা(জাসাত, শিবির) তেমন কিছুই করে নাই। বরং তারা ইঁদুরের মত গর্তে লুকিয়ে ছিল।
তাহলে কি কারণ হতে পারে তাদের হটাত করে পুলিশ বাহিনীর উপর মারমুখী হওয়ার?
তাহলে কি সেই কাড়নে তারা পুলিশের উপর আক্রমণ করল? তারা কি এত টুকু বুদ্ধি রাখে না?
অবশ্যই রাখে এবং তাদের কার্য্যক্রম যে সুদূর প্রসারী তা সাধারণ মানুষ বুঝে উঠার আগে তারা তাদের কার্য্য সমাধা করে ফেলে।
দেখুন আমাদের দেশে জামাত শিবির হল এমন একটি দল জারা মুখে বলে এক আর কাজে করে আর এক। তারা ইসলাম জিন্দা করবে বলে থাকলেও হাকিকতে তারা ইসলাম ধ্বংশ করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যা তাদের কাজই প্রমাণ বহন করে। আপনার জানেন ইসলাম এর ক্ষতি করে তিন প্রকার লোক
১. উলামায়ে ছু( দুনিয়াদার মাওলানা)
২. মুসলমান বেশ ধারী মুনাফিক
৩. গোমড়া শাসক
এই তিন কেটাগরির সব গুলোতেই তাদের বিচরণ।
তারা উলামায়ে ছু তৈরির কারখানা
তারা ইসলামে ফিরকার তৈরি কারি মওদুদীবাদ প্রবক্তা মুনাফিক
তারা শাসক হয়ে দুর্নীতি জুলুম মদের লাইসেন্স দেয়ার মত এনটি ইসলামিক কাজ করতে পিছ পা হয় নি।
আপনারা খেয়াল করুন পুরো বিশ্বের দিকে। আজ কাফিরদের হাতে মুসলিম দেশ গুলো আক্রান্ত হচ্ছে।
ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, লিবিয়া,শরাসরি নয় এমন দেশ গুলো জেমন সিরিয়া, মিশর, কুয়েত, সউদী আরব, কাতার ইত্যাদি। এখন অল্প কিছু দেশে আছে যারা মুসলিম দেশ হিসেবে স্বাধীন। তাদের এখন এক এক জনকে ধরে ধরে শেষ করাই কাফির মুশরিক দের ইচ্ছা। তবে এই ইচ্ছা পুড়ন কারার জন্য চাই কিছু বাহানা/উছিলা...
সম্প্রতি আমেরিকাতে বাংলাদেশী একজন গ্রেফতার হয়েছে যার নাম নাফিস। তাকে ধরার কারণ হল বোমা হামলা করার ইচ্ছা পোষন করে একবং তাকে বোমা দিলে ক্ষতি করবে। এটি একটি উসিলা বাংলাদেশ কে কলঙ্কিত করার জন্য। নাফিস গ্রফতারের খবর মিডিয়াতে ফলাউ করে প্রচার করা হচ্ছে যেমন হচ্ছে মালালার ক্ষেত্রে যদিও আসল বিষয় ভিন্ন। এখন আরও কিছু উছিলা দরকার যা বাংলাদেশকে বিশ্বের কাছে উগ্রবাদী হিসাবে প্রকাশ কারা যায়। তার ফলশ্রুতিতে ব্যাপক কার্যক্রম দরকার। আর তাই বাস্তবায়নের এজেন্ডা নিয়েছে জামাত,শিবির এর পরিচালকরা। আর তাদের চেলা চামুণ্ডারা বুঝে না বুঝে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তবে লাভ হবেনা...
এখানে আছেন এমন একজন যিনি আল্লাহ্ এর রহমতে দেশকে রাখবেন নিরাপদ ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





