---এফ.এম.ফিরোজ
সপ্তাহখানেক হাসপাতালের বেডে, ছিলো মা শুয়ে,
তারপরই ফিরলো বাসায়, অনেক খুশি নিয়ে।
নিজ হাতে রান্না করলো, আনন্দ করলো সবাই,
হঠাৎ করে আবার অসুস্থ্য, হলো মা সন্ধায়।
নিস্তব্ধ হলো হলো পরিবেশ, থেমে গেলো সব,
সবার মনে দিয়েছে সাড়া, মাকে ডেকেছে রব।
বন্ধ হয়েছে খাওয়া-দাওয়া, হারিয়ে গেছে ক্ষুধা,
সবার মনে প্রার্থনা মাকে, ফিরিয়ে দাও খোদা।
কোথায় আছে ডাক্তার আর, ঔষধ আছে কোথায়,
ছোট্ট শিশুটি দৌড়ে গেলো, ডাক্তার আছে যেথায়।
সেই ফ্যামিলির ডাক্তার ছিলো, তাই সব বুঝে নিয়েছে,
অস্থিরতা থামানোর জন্য, একটা ইনজেকশন দিয়েছে।
ক্ষনিকের জন্য সুস্থ্য হলেও, অসুস্থ্য হয়েছে আবার,
মায়ের জন্য মন অসুস্থ্য, হয়ে গেছে সবার।
ধীরে ধীরে ধীর গতিতে, হয়ে গেছে লশ,
মাজার নিচ থেকে সবই, হয়েছে অবশ।
হাঁটা চলা বন্ধ হয়েছে, হচ্ছেনা কাজ কাম,
মায়ের শরীর থেকে শুধু, অঝরে ঝরছে ঘাম।
হাসপাতাল থেকে আসার, পরও হাসপাতাল ডাকে,
মায়ের জীবন বাঁচাতে সবাই, এ্যামবুলেন্স ডাকে।
সময়ে দেয়না কিছু তাই, সময়ের নেই সাজ,
এ্যামবুলেন্সে নেই অক্সিজেন, কিভাবে হবে কাজ।
সবাই ছিলো হাসপাতালে আর, বাসায় ছোট্ট শিশুটি,
মায়ের আশায় বসে থেকে, ক্ষন গোনে করে একটি।
বেডে শুয়ে স্বামীর কাছে, চেয়েছিলো পানি,
ডাক্তার বোললো এই পানি, করবে ক্ষতি জানি।
শেষ পানি ছিলো তবু, হয়নি করা পান,
দু-টোর দিকে বেরিয়ে গেলো, সেই মায়ের জান।
ফোন এলো বাসায়, ছোট্ট শিশুটির কাছে,
তোমার মা নেই আর, জানাও স্বজনদের কাছে।
অবুজ ছিলো সেই শিশুটি, বোঝেনি তেমন কিছু,
ফোন করেছে স্বজনদের, বলেছে কিছু কিছু।
কিছুক্ষন পরে যখন, লাশ নিয়ে এলো বাসায়,
মমর্ান্তিক এ দূরাবস্থায়, কান্নায় ভেঙ্গেছে সবাই।
বড় মেয়ের শরীরে তখন, একশ তিন ডিগ্রী জ্বর,
ছোট মেয়ের চোখে ঘুম, তবু ছেড়ে আছে ঘর।
চোখের সামনে শুয়ে আছে মা, দেয়না কোনই আদর,
মেয়েদের্ এই করুন অবস্থাতে, যেনো নেই তার ক্বদর।
সকাল থেকে স্বজনরা সব, আসতে লেগেছে,
বড় মেয়ের জ্বর শুনে তার, দিকেই চলেছে।
গ্যারেজের পাশে শুইয়ে মাকে, করাবে গোসল,
মেয়েদের ডেকে তাদের দিয়ে, করালো গোসল।
কাল ছিলো মা আমাদের পাশে, আজ আছে খাটলিতে,
চলে যায় মা শুধু শুধু আজ, আমাদের কষ্ট দিতে।
সেই শিশুটি এবার বুঝলো কিছু, ভাবলো মনে মনে,
চলে যাচ্ছে মা আমাকে ছেড়ে, অজানা এক নির্জনে।
কেঁদে ওঠে মন কেঁদে ওঠে প্রাণ, জলে ভরে তার চোখ,
কিভাবে সে ভূলে যাবে তার, মায়ের এতো বড় শোক।
পেরিয়েছে দিন পেরিয়েছে বছর, পেরিয়েছে কত সময়,
এই দিন এলে কিভাবে সে, ঘুমের রাত্রি ঘুমায়।
সব কিছু তার আছে মনে, সেদিনে সেই শোক,
সেদিন এলেই এখনো তার, অশ্রুতে ভরে দু-চোখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



