(আনন্দদায়িনী দুর্গতিনাশিনীর শুভাগমনে
পশ্বিম বাংলার বন্ধুদের প্রতি শুভেচ্ছাস্বরুপ)
মন পড়তে পারিনা বলে হলোনা কারো মনপড়া
গুনগুন করে মনভোমরা রবির গানের অন্তরা
বেকুব কবি নির্মান করে স্বপ্নসৌধ মনগড়া
স্বপ্নভাঙ্গা ধাক্কা খেয়ে মধুপ কবি মনমরা।
মন জগতের বাসিন্দা নই তাই হলোনা মনজানা
মন দিয়ে মন টানতে হলে শেখা চাই যে মনটানা
লাগলো আগুন মনের বনে ছুটছে হরিণী বনপোড়া
করাত দিয়ে কাটছে এ মন লুটছে এ মন মনচোরা।
মনের ভেতর চিত্রা হরিন নয়নযুগল মনকাড়া
তার নয়নশরে বিদ্ধ ব্যাধ ভুলুন্ঠিত রনহারা
হাওয়ার পিঠে আরোহিনী ক্ষনিক হলো মন্তরা
শরাহত ব্যাধ দর্শনে বিষাদে তার মনভরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





