বাংলাদেশ জামায়াত ইসলামির বিরুদ্ধে সরকার এবং সরকার সমর্থিত কিছু নোংরা মিডিয়া সবসময় ষরযন্ত্রমূলক অসত্য খবর প্রচার করে আসছে। তার একটি উদাহরন , রফিকুল ইসলাম খানের বক্ত্যব্যকে জাতির সামনে অপব্যাখ্যা ও আংশিক উপস্হাপনের মাধ্যমে জাতিকে আবারও বিভ্রন্তিতে ফেলা।কেন তাদের এই নোংরামি ? কেন তাদের এই ষরযন্ত্র? এর জবাব আমার কাছে নেই। যে সব মিডিয়া ধর্ম নিরপেক্ষতার কথা বলে যেসব দলের লোকজন রাসূল সা. কে নিয়ে হাজারও মিথ্যাচরের কোনও প্রতিবাদ করে না ,যে মুসলিম দেশের নারি প্রধানমন্ত্রী পর পুরুষেকে নিজের হাত ধরতে দেয় তাদের ধর্মপ্রেম দেখে দেশের সত্যিকার তাওহিদি জনতা অবশ্যই মুচকি হাসবে। এ ব্লগে গত দুদিনে এবং আজকেও কিছু ব্লগার মহানবি সা. এর নামের সাথে অন্য মানুষের নাম জড়িয়ে মজা লুটছে তাদের জন্য আমার ঘৃনা থাকলো,সচেতন ব্লগারদের কাছে অনুরোধ যেন অসভ্য সেসব ব্লগারদের সকলেই প্রত্যাখান করেন।
বিভিন্ন মাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ : রাসূল (সা.)-এর সঙ্গে কারও তুলনা করা হারাম : জামায়াত
স্টাফ রিপোর্টার
বুধবার ইসলামী ছাত্রশিবিরের পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আমির রফিকুল ইসলাম খানের বক্তব্যকে বিভিন্ন পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় বিকৃতভাবে প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এক বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, রাসূলে করিম (সা.) হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁকেই আমরা সবক্ষেত্রে অনুসরণ করে চলি। এটাই ঈমানের দাবি এবং আমাদের আকিদা। রাসূল (সা.)-এর সঙ্গে মাওলানা মতিউর রহমান নিজামী অথবা অন্য কোনো মানুষের তুলনা করার প্রশ্নই আসে না এবং এ ধরনের তুলনা করাকে আমরা স্পষ্টভাবে হারাম মনে করি। রাসূল (সা.)-কে অনুসরণ করা শুধু ঈমানের অঙ্গই নয়, মহানবী (সা.)-কে অনুসরণ না করলে কোনো মুসলমানের ঈমানের দাবি পূরণ হয় না। সুতরাং বর্তমান পেক্ষাপটে দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার চেষ্টা করাও ঈমাদের দাবি। দ্বীনের প্রচার ও দ্বীন প্রতিষ্ঠার পথে বাধা-বিপত্তি এলে তা রাসূল (সা.)-এর পথ ধরেই মোকাবিলা করতে হবে বলে আমরা মনে করি।
তিনি বলেন, বিভিন্ন মিডিয়ায় আমার বক্তব্য যত্সামান্য প্রচার করা হয়েছে। তার সঙ্গে তাদের হেডলাইনেরও মিল নেই। বস্তুনিষ্ঠ ও সুন্দর মন নিয়ে আমার বক্তব্য বোঝার চেষ্টা করলে প্রতিবেদকরা একমত হবেন বলে আশা করি। কারণ যেভাবে আমার বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তাতে প্রতিবেদকের অজ্ঞতা বা কুটিল মনেরই পরিচয় মেলে। উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বর্তমান পরিস্থিতিকে ঘোলা করার টার্গেট নিয়ে সিন্ডিকেটেড নিউজের মাধ্যমে আমার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। এটি নিঃসন্দেহে সাংবাদিকতার রীতিনীতি ও সততার দৃষ্টিকোণ থেকে একটি গর্হিত কাজ।সূত্র :আমার দেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




