মোরা বাংলা মায়ের সন্তান।
গাই সদা বাংলায় গান।
বাংলার কাদা-মাটি, বাংলার ধান।
মোরা বাংলা মায়ের সন্তান।
যার মাঠ-ঘাট সব সবুজ শ্যামলে ভরা,
যার সন্তানেরা খাঁটি বাংলার মাটিতে গড়া।
যার সরিষা ফুলের হলদে দৃশ্য,
যার রূপ দেখে হয় অবাক বিশ্ব।
যার শিশির ভেজা সবুজ দেখে হেসে উঠে প্রাণ।
মোরা বাংলা মায়ের সন্তান...
যেই বাংলার ধূলো-মাটি মেখে বিজয়ের কথা বলি,
মোরা ধন্য চির ধন্য মোরা মাছে-ভাতে বঙ্গালী।
যার লাঙ্গল জোঁয়ালে জমি চাষ,
যার শুকনো মাটিতে সবুজ ঘাস।
এ যেন মহান বিধাতার নিজ হাতে গড়া অফুরন্ত দান।
মোরা বাংলা মায়ের সন্তান...
যার টিনের নিচে রিম-ঝিম বৃষ্টিতে শত বাঙ্গালীর ঘুম,
যার স্নেহ-মায়া ভরা শিশুর কপালে মায়ের ঠুঁটের চুম।
যার শীতল প্রভাতে রুদে আশ্রয়,
কাঁঠ ফাটা রুদে গাছের ছায়ায়।
তবু বাংলা সোনার বংলা তুমি অমর চির মহান।
মোরা বাংলা মায়ের সন্তান...
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





