somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড :) পর্ব ১

০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সারা বিশ্বে ওয়েব সার্চিংওয়ের ক্ষেত্রে গুগল একটি অপ্রতিদ্বন্দী নাম। শুরুটা সার্চ দিয়ে হলেও গুগল শুধু এতেই সীমাবদ্ধ না থেকে বাড়িয়ে যাচ্ছে তার ওয়েব সম্রাজ্য। গুগলের অসংখ্য প্রোডাক্ট আমরা সবাই ব্যবহার করি। তারপরেও অনেকে অনেক প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে জানি না। এই পোস্টে গুগলের জানা অজানা সার্ভিস আর প্রোডাক্টগুলো একত্রিত করার চেষ্টা করেছি। আজ প্রথম পর্ব।

গুগল স্কেচআপ:
গুগল স্কেচআপ হচ্ছে আপনার শিল্পীমন আর প্রকৌশলের মিলন ঘটানোর এক জায়গা। গুগল স্কেচআপ দিয়ে আপনি আর্কিটেচার ডিজাইন, বিল্ডিং ডিজাইন, গেমের ইন্টারফেস বা পটভুমি ডিজাইন থেকে শুরু করে নিজের মনের মাধুরী মিশিয়ে যা খুশি করতে পারবেন। সুযোগ রয়েছে আপনার তৈরি মডেল গুগল আর্থে যোগ করারও। এছাড়াও অন্য ব্যবহারকারীদের তৈরি করা মডেল দেখারও অপশন আছে। Last Software নামের একটি ছোট সফটওয়্যার ফার্মের প্রোডাক্ট স্কেচআপকে গুগল কিনে নেয় ২০০৬ সালে। অন্যান্য CAD সফটওয়্যারের মত ব্যবহারের জটিলতা নেই এটায়। স্কেচআপ সফটওয়্যার ডাউনলোড করতে চলে যান http://sketchup.google.com/


গুগল প্যাক:



গুগল প্যাক হচ্ছে কিছু অত্যাবশ্যকীয় সফটওয়্যারের সংগ্রহ। গুগলের নিজস্ব প্রোডাক্ট ছাড়াও বেশ কিছু অতি দরকারী থার্ডপার্টি সফটওয়্যারও আছে এই প্যাকে। এটি পাওয়া যায় উইন্ডোজ এক্সপি, ভিস্তা ও সেভেনের জন্য। এই প্যাকের সফটওয়্যারগুলো হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, স্পাইওয়্যার ডকটর ও অ্যান্টিভাইরাস, পিকাসা ফটো এডিটর, গুগল আর্থ, গুগল টুলবার, গুগল ডেস্কটপ, অ্যাডোবি রিডার, গুগল টক, রিয়েল প্লেয়ার ইত্যাদি। প্যাক মানে এই নয় যে আপনাকে সবগুলো সফটওয়্যারই ডাউনলোড করতে হবে। আপনি আপনার পছন্দমত সফটওয়্যার নির্বাচন করতে পারবেন। গুগল নিজেই দেখে নেবে কোন কোন সফটওয়্যার আপনার কম্পিউটারে আগে থেকেই ইন্সটল করা আছে। গুগল আপডেটার নিজে থেকেই ইন্সটলকৃত প্যাক সফটওয়্যারগুলোর আপডেট চেক করবে। গুগল প্যাকের ঠিকানা http://pack.google.com/


গিয়ার:


গুগল গিয়ার ওয়েব অ্যাপ্লিকেশনকে নতুন গতি এনে দেয়া একটি ওপেনসোর্স প্রোডাক্ট। এটি ওয়েব অ্যাপ্লিকেশনের ডাটা লোকাল হার্ডডিস্কে স্টোর করে, কয়েকটা জাভাস্ক্রিপ্ট একসাথে এক্সিকিউট করতে পারে এবং রিসোর্স ক্যাশ করে ব্রাউজিং দ্রুততর করে। এই সেবা আপনি পেতে পারেন জিমেইল, গুগল ডক, গুগল রিডার, ক্যালেন্ডার, পিকাসা, মাইস্পেস ইত্যাদি বিভিন্ন জনপ্রিয় সাইটে। জিমেইল বা গুগল রিডারে এই সেবা চালু থাকলে আপনি আপনার রিডার বা মেইল বক্সে ইন্টারনেটে কানেক্টেড না থাকলেও ঢুকতে ও পড়তে পারবেন। এমনকি নতুন ইমেইল পাঠাতেও পারবেন। কানেক্টেড হওয়া মাত্র মেইলটা পাঠানো হয়ে যাবে। একে পাওয়া যাবে http://gears.google.com/ ঠিকানায় গেলে :)




গুগল টুলবার:



এটা মোটামুটি সবাই জানেন। আপনারে ওয়েব ব্রাউজিংকে আরও সহজ সাবলীল করতে আগমণ এর। উইন্ডোজ, ম্যাক আর লিনাক্স সাপোর্টেড এটি। ব্যবহার করা যায় ইন্টারনেট এক্সপ্লোরার আর ফায়ারফক্সে। এটা আপনাকে গুগল সার্চ, জিমেইল, বুকমার্ক, ট্রান্সলেশন সহ প্রায় সব সার্ভিসে ওয়ান ক্লিক অ্যাক্সেস দেবে। সাথে রয়েছে অটোফিল (ওয়েব ফর্ম অটোমেটিক পূরণ হবে), স্পেলচেক (বানান যাচাই), অটোলিংক (টেক্সট ইউআরএলগুলো ক্লিকেবল হবে, কোন নির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে লিংক হবে ) ইত্যাদি ইত্যাদি। সাথে আছে পপআপ ব্লকার। এর ঠিকানা http://toolbar.google.com


গুগল ডকস:

গুগল ডকস হল গুগলের অফিস স্যূট। এটি একটি অনলাইন ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন সার্ভিস। এর মাধ্যমে আপনি অনলাইনে ফাইল তৈরি ও এডিট করতে পারবেন। এর একটা বড় সুবিধা হল একটা ডকুমেন্ট নিয়ে কয়েকজন কাজ করতে পারবেন একই সাথে। গুগল ডক সাপোর্ট করে ওপেন অফিস, মাইক্রোসফট অফিস, HTML, PDF,RTF সহ প্রায় সব জনপ্রিয় ফরম্যাট। তাই কম্পিট্যাবলিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না। পাঁচ হাজার ডকুমেন্ট, পাঁচ হাজার ছবি, এক হাজার স্প্রেডশিট, একশ পিডিএফ ফাইল গুগল সার্ভারে নিরাপদে সেভও করে রাখতে পারবেন। গুগল গিয়ার সাপোর্টেড হওয়ায় এটা দিয়ে অফলাইনেও কাজ করা সম্ভব। রয়েছে মোবাইল ফোন থেকেও দেখার সুবিধা। গুগল ডকস এর ঠিকানা http://docs.google.com/


গুগল ডেস্কটপ:





গুগল সার্ভিসকে ব্রাউজার থেকে একেবারে আপনার ডেস্কটপে আনার সার্ভিস গুগল ডেস্কটপ। লিনাক্স,ম্যাক, উইন্ডোজ ভার্সন রয়েছে এর। গুগল ডেস্কটপ সফটওয়্যার দিয়ে আপনি আপনার ডেস্কটপে টেক্সট, ইমেইল বা ফাইল সার্চ করতে পারবেন। এটি আপনার কম্পিউটারের ফাইলগুলো ইনডেস্ক করে রাখে। সার্চ রেজাল্ট ওয়েব সার্চের মত একই ভাবে ব্রাউজারে দেখায়! :P



এর সাইডবারে ইমেইল, স্ক্র্যাচপ্যাড, নিউজ, আবহওয়া, গুগল টক ইত্যাদি গ্যাজেট ডিফল্টভাবে দেয়া থাকে। আপনি আপনার পছন্দমত গ্যাজেট যোগ করতেও পারবেন। কুইক ফাইন্ড ভাসমান ডেস্কবারে আপনি “AS you type update” বেসিসে ফাইল সার্চ করতে পারবেন। এর ঠিকানা http://desktop.google.com/

গুগল নোটস:




গুগল নোটস সার্ভিসের মাধ্যমে একজন ইউজার অনলাইনে নোট লিখতে, ছবি বা লিংক সেভ করে রাখতে পারেন। হতে পারে এটা সরাসরি টাইপ করে অথবা কোন ওয়েব পেজ বা সার্চ রেজাল্ট কিংবা ব্রাউজার সেশন থেকে। নোট শেয়ারও করা সম্ভব। গুগল নোটস এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে ইউজার ব্রাউজার কনটেক্সট মেন্যূ থেকেই নোট সেভ করতে পারেন, গুগল নোটস সাইটে ঢোকার দরকার নেই। নোটগুলো ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে অর্গানাইজ করা বা গুগল ডকসে এক্সপোর্ট করার ব্যবস্থাও আছে। তবে, নতুন ইউজারদের জন্য এ সার্ভিস বর্তমানে নেই। ঠিকানা http://www.google.com/notebook

গুগল নল:




গুগল নল হল গুগলের আর্টিকেল সংগ্রহশালা। নল শব্দটি গুগল ব্যবহার করেছে নলেজের একবচন হিসেবে। এটি অনেকটা উইকিপিডিয়ার মত। যে কোন ব্যবহারকারী নতুন পেজ তৈরি করতে পারেন। উইকিপিডিয়ার সাথে এর বড় পার্থক্য হল, এতে একই বিষয়ে একাধিক আর্টিকেল থাকতে পারে। নল আর্টিকেলগুলো উইকিপিডিয়ার আর্টিকেলগুলোর মত মূল লেখকের অনুমতি ছাড়া যে কেউ এডিট করতে পারে না। লেখক যে কোন ব্যক্তিকে এডিট করার অধিকার দিতে পারেন। আপনি আপনার নল পেজে অ্যাডসেন্স বিজ্ঞাপণও দিতে পারেন B-)। এটা একটা বড় আকর্ষণ উইকিপিডিয়ার চেয়ে। তবে, নলের আকার উইকির তুলনায় খুবই ছোট। ম‌োট আর্টিকেল সংখ্যা একলাখের কাছাকাছি।

(আগামী পর্বে সমাপব্য)
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:২৭
৩০টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি হাসান মাহবুবের তাতিন নই।

লিখেছেন ৎৎৎঘূৎৎ, ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩



ছোটবেলা পদার্থবিজ্ঞান বইয়ের ভেতরে করে রাত জেগে তিন গোয়েন্দা পড়তাম। মামনি ভাবতেন ছেলেটা আড়াইটা পর্যন্ত পড়ছে ইদানীং। এতো দিনে পড়ায় মনযোগ এসেছে তাহলে। যেদিন আমি তার থেকে টাকা নিয়ে একটা... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় পণ্য বয়কটের কেন এই ডাক। একটি সমীক্ষা-অভিমত।।

লিখেছেন সাইয়িদ রফিকুল হক, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৫



ভারতীয় পণ্য বয়কটের কেন এই ডাক। একটি সমীক্ষা-অভিমত।।
সাইয়িদ রফিকুল হক

বিএনপি ২০২৪ খ্রিস্টাব্দে দেশে অনুষ্ঠিত “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে”-এ অংশগ্রহণ করেনি। তারা এই নির্বাচনের বহু আগে থেকেই নির্বাচনে অংশগ্রহণ... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

×